ইতিহাস আপনার নীরবতার বিচার করবে, কঙ্গনার নিশানায় সোনিয়া

'মহারাষ্ট্রে আপনাদের সরকার আমার সঙ্গে যে আচরণ করছে, একজন মহিলা হয়ে কি আপনার সেটা খারাপ লাগছে না?'

'মহারাষ্ট্রে আপনাদের সরকার আমার সঙ্গে যে আচরণ করছে, একজন মহিলা হয়ে কি আপনার সেটা খারাপ লাগছে না?'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঙ্গনা রানাওয়াতের নিশানায় মহারাষ্ট্রে শিবসেনার জোটসঙ্গী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

এবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নিশানায় মহারাষ্ট্রে শিবসেনার জোটসঙ্গী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

Advertisment

দিন কয়েক আগেই মুম্বইয়ের পালি হিলে কঙ্গনার কার্যালয় ভাঙার ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়। শিবসেনা পরিচালিত বিএমএস-এক এই পদক্ষেপে মহারাষ্ট্র সরকারের জোটসঙ্গী কংগ্রেস কোনও মন্তব্য করেনি। যা নিয়েই সোনিয়া গান্ধীকে কাঠগড়ায় তুলেছেন 'বলিউড কুইন'। টুইটে তিনি জানিয়েছেন, 'মহারাষ্ট্র সরকার কঙ্গনার প্রতি যে আচরণ করেছে, তা দেখেও চুপ আছেন সনিয়া। একজন মেয়ে হয়ে তিনি এর প্রতিবাদ করেননি। তাই ইতিহাস তাঁর এই নীরবতার বিচার করবে।'

একাধিক টুইটে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, 'শ্রদ্ধেয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীজি, মহারাষ্ট্রে আপনাদের সরকার আমার সঙ্গে যে আচরণ করছে, একজন মহিলা হয়ে কি আপনার সেটা খারাপ লাগছে না? ডক্টর আম্বেদকর যে সংবিধান আমাদের দিয়েছে, সেই সংবিধান মেনে চলতে কি আপনাদের সরকারকে অনুরোধ করতে পারেন না আপনি?'

Advertisment

এরপরই কঙ্গনা লিখেছেন যে, 'আপনি (সোনিয়া গান্ধী) পাশ্চাত্যে বড় হয়েছেন। ভারতে রয়েছেন। আশা করি আপনি মহিলাদের কষ্ট সমন্ধে অবগত। যখন আপনাদের সরকার একজন মহিলাকে হেনস্থা করছে ও আইনশৃঙ্খলাকে উপহাসে পরিণত করেছে, তখন আপনার এই নীরবতার বিচার ইতিহাস করবে। আমি আশা করছি আপনি হস্তক্ষেপ করবেন।'

শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের স্বপ্ন ও দলের বর্তমান নীতি নিয়েও এদিন টুইটে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী।

প্রসঙ্গত, শিবসেনা-কঙ্গনা বাক যুদ্ধের মধ্যেই কেন্দ্রের দেওয়া ওয়াই ক্যাগরি নিরাপত্তা নিয়ে মুম্বই ফেরেন অভিনেত্রী। ওই দিনই বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর পালি হিলের দফতর ভাঙে শিবসেনা পরিচালিত বিএমএস। পরে আদালতের নির্দেশ তা স্থগিত করা হয়। যা ঘিরে বিরোধ আরও তীব্র হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অহংবোধের অভিযোগ এনে ক্ষমতাকে অপব্যবহার করছেন বলে তোপ দাগেন কঙ্গনা রানাওয়াত।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS sonia gandhi Kangana Ranaut