আসামে এনআরসি-র নয়া কো-অর্ডিনেটরকে নিয়ে বিতর্ক বাধল। এনআরসি-র কো-অর্ডিনেটর পদে যোগ দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক মন্তব্য লিখেছিলেন বলে অভিযোগ উঠেছে হিতেশ দেবশর্মার বিরুদ্ধে। এই অভিযোগে এবার দৃষ্টি আকর্ষণ করল খোদ সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আসাম সরকারের থেকে ব্যাখ্যা চেয়েছে দেশের শীর্ষ আদালত। এ ব্যাপারে হিতেশ দেবশর্মাকে জবাবদিহির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ফেসবুকে নাগরিরত্ব বিল ইস্যুতে একটি পোস্ট করেছিলেন হিতেশ দেবশর্মা। গত ১৩ ফেব্রুয়ারির ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘লক্ষ লক্ষ বাংলাদেশি এনআরসিতে রয়েছেন’’। এর আগে ২০১৭ সালের ১৫ নভেম্বর আরেকটি পোস্টে শর্মা লিখেছিলেন, ‘‘গত ৭ দশকে সংখ্যালঘু তোষণ নীতি ধর্মনিরপক্ষেতার সংজ্ঞা বদলে দিয়েছে’’।
প্রসঙ্গত, ১৯৮৯ ব্যাচের আসাম সিভিল সার্ভিস অফিসার হিতেশ দেবশর্মা। প্রতীক হাজেলার জায়গায় শর্মাকে আসামে এনআরসি-র কো-অর্ডিনেটর পদে নিযুক্ত করা হয়। ২০১৪ সাল থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এনআরসি-র এগজিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন শর্মা।