Advertisment

সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ মোদী সরকারের, হিজবুল প্রধান-সহ ১৮ জনকে জঙ্গি তকমা

হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সাল্লাউদ্দিন ও ইন্ডিয়ান মুজাহিদিন সংগঠনের প্রতিষ্ঠাতা ভাটকাল ভাইদের সন্ত্রাস বিরোধী আইনে জঙ্গি তকমা দেওয়া হল।

author-image
IE Bangla Web Desk
New Update
Syed Sallahudin, সৈয়দ সাল্লাউদ্দিন

মোট ১৮ জনকে জঙ্গি তকমা দেওয়া হল জানিয়েছেন সরকারি মুখপাত্র।

জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ করল মোদী সরকার। হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সাল্লাউদ্দিন ও ইন্ডিয়ান মুজাহিদিন সংগঠনের প্রতিষ্ঠাতা ভাটকাল ভাইদের সন্ত্রাস বিরোধী আইনে জঙ্গি তকমা দেওয়া হল। এই আইনে মোট ১৮ জনকে জঙ্গি তকমা দেওয়া হল বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র।

Advertisment

১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইনের বিমান ছিনতাইকারী আব্দুল রউফ অসগার, ইব্রাহিম আথার ইউসুফ আজহারের নাম রয়েছে তালিকায়। এর আগে, এই কঠোর আইন প্রয়োগ করে জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ করা যেত। ব্য়ক্তি হিসেবে কাউকে জঙ্গি তকমা দেওয়া যেত না। ২০১৯ সালের অগাস্টে সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনে বলা হয়, যারা জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকবে, তাদের জঙ্গি তকমা দেওয়া হবে।

আরও পড়ুন: নজরে চিন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি ভারত-আমেরিকার

সংশোধিত আইনে গত বছরের সেপ্টেম্বরে ৪ জনকে জঙ্গি তকমা দেওয়া হয়। চলতি বছরের জুলাই মাসে আরও ৯ জনকে জঙ্গি তকমা দেয় কেন্দ্র সরকার। এ প্রসঙ্গে সরকারি মুখপাত্র জানিয়েছেন, ‘‘জোরদার জাতীয় সুরক্ষার প্রতিশ্রুতি ও সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি মেনে মোদী সরকার আজ আরও ১৮ জনকে ইউএপিএ ধারায় জঙ্গি তকমা দিল’’।

জঙ্গিদের তালিকায় নাম রয়েছে ২৬/১১ মুম্বই হামলার অন্য়তম চক্রী পাকিস্তানের লস্কর-এ-তইবা কমান্ডার সাজিদ মীর, ২৬/১১ মুম্বই হামলায় আরেক অভিযুক্ত লস্কর-এ-তইবা কমান্ডার ইউসুফ মুজাম্মিল, আব্দুর রেহমান মাক্কির।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment