Advertisment

গুলির লড়াইয়ে নিহত হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু

দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় গুলির লড়াইয়ে নিহত হিজবুল মুজাহিদিনের কমান্ডার রিয়াজ নাইকু। এনকাউন্টারে নিহত হয়েছে আরও এক জঙ্গি।

author-image
IE Bangla Web Desk
New Update
Hizbul commander Riyaz Naiko, রিয়াজ নাইকু, রিয়াজ নাইকু নিহত, রিয়াজ নাইকু জঙ্গি, Hizbul commander Riyaz Naiko killed, হিজবুল মুজাহিদিনের কমান্ডার রিয়াজ নাইকু, Riyaz Naiko, Awantipora encounter, Awantipora encounter news, অবন্তীপোরা

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

উপত্য়কায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য় পেল নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় গুলির লড়াইয়ে নিহত হিজবুল মুজাহিদিনের কমান্ডার রিয়াজ নাইকু। এনকাউন্টারে নিহত হয়েছে আরও এক জঙ্গি। বুধবার জঙ্গিদের মৃত্য়ুর খবর জানিয়েছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার। এদিন, সকাল থেকেই কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তার স্বার্থেই এ পদক্ষেপ করা হয়েছিল বলে খবর।

Advertisment

উল্লেখ্য়, বেগপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে, এ খবর পাওয়ার পরই গত রাত থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। এ প্রসঙ্গে পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গত রাত থেকে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে।

এদিকে, অবন্তীপোরার শর্শালি খ্রু এলাকায় গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্য়ু হয়েছে। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ১টা থেকে ওই এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে, এখনও চলছে।

আরও পড়ুন:  হান্দওয়াড়া এনকাউন্টার: নিহত জওয়ানদের থেকে অস্ত্র চুরি জঙ্গিদের

প্রসঙ্গত, গত মাস থেকে উপত্য়কায় জঙ্গি দমন অভিযান বেড়েছে। রবিবার হান্দওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৫ নিরাপত্তা বাহিনীর কর্মী নিহত হয়েছেন। যাঁদের মধ্য়ে রয়েছেন সেনার দুই শীর্ষ আধিকারিক ও জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্মী। সোমবার সন্ধ্য়ায় হান্দওয়াড়ার চেক পয়েন্টে জঙ্গিদের হামলায় আরও তিন সিআরপিএফ জওয়ানের মৃত্য়ু হয়েছে।

জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং মঙ্গলবার জানিয়েছেন, জঙ্গি দমন অভিযান চালানো হবে। তিনি আরও বলেছেন, ” ইতিমধ্য়েই নিরাপত্তা ব্য়বস্থা জোরদার করা হয়েছে। জঙ্গি দমন অভিযান চলছে এবং আগামী দিনে এই অভিযান আরও করা হবে”।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment