Advertisment

হিজবুল মুজাহিদিনের দলে ভারতীয় সেনা জওয়ান!

হিজবুল মুজাহিদিন দলে ভারতীয় জওয়ান! পুলিশ সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
indian army

হিজবুল মুজাহিদিনের দলে যোগ দিয়েছেন সেনা জওয়ান। প্রতীকী ছবি।

হিজবুল মুজাহিদিন দলে ভারতীয় জওয়ান!  জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করা হয়েছে। ভারতীয় সেনার খাতায় চলতি মাসের প্রথমদিক থেকে নিখোঁজ হিসেবে নাম রয়েছে ইদ্রিশ মীরের। ওই সেনা জওয়ান হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর দলে যোগ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও মীরের জঙ্গি দলে নাম লেখানো সম্পর্কে কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে ভারতীয় সেনা।

Advertisment

রবিবার হিজবুল মুজাহিদিনের দলে ইদ্রিশ মীর যোগ দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভারতীয় সেনার জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে ওই জওয়ান কর্মরত ছিলেন বলে খবর।

শুধু একা ওই জওয়ানই নয়, স্থানীয় দুই বাসিন্দাও মীরের সঙ্গে হিজবুল মুজাহিদিনের দলে যোগ দিয়েছেন বলে জানা গেছে। সোপিয়ান থেকে মীর নিখোঁজ হন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মীরকে ঝাড়খণ্ডে বদলি করা হয়েছিল। যা নিয়ে মীর খুব একটা সন্তুষ্ট ছিলেন না বলে জানা গেছে।

Indian army national news
Advertisment