নজির গড়ে সোমবার ভারতে প্রায় ৮৮ লক্ষ মানুষ টিকা নেন। কিন্তু মঙ্গলবার টিকাকরণে ভাটার টান। দৈনিক টিকারণের হার এক ধাক্কায় অনেকটাই কমে যায়। টিকা নেন মাত্র ৫৪.২২ লক্ষ দেশবাসী। টিকাকরণের এই নিম্নগতি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম। টুইটে পি চিদাম্বরম জানিয়েছেন,একদিনে টিকাকরণের 'বিশ্ব রেকর্ডের' রহস্য ধরে ফেলেছেন তিনি।
টুইটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী লিখেছেন, 'রবিবারে জমা করো, সোমবারে টিকা দাও। এরপর মঙ্গলবারে ফের খোঁড়াতে শুরু করো। এটাই একদিনে টিকাকরণের বিশ্বরেকর্ডের গোপন রহস্য।'
এখানেই শেষ নয়, কেন্দ্রকে খোঁচা দিয়ে পি চিদাম্বরম আশাপ্রকাশ করে বলেন, 'আমি নিশ্চিত এই বিষয়টি গিনিস বুক অফ রেকর্ডসে জায়গা করে নেবে। এমনকী মোদী সরকার মেডিসিনে নোবেল পুরস্কারও পেতে পারে বলে মনে করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
অন্য একটি টুইটে চিদাম্বরম লিখেছেন, 'কে জানে, হয়তো মেডিসিনের জন্য নোবেল পুরস্কার পেয়ে যেতে পারে মোদী সরকার। আগে বলা হত মোদি হ্যায়, মুমকিন হ্যায়। এখন মোদি হ্যায়, মিরাকল হ্যায় হয়ে গিয়েছে।'
চিদাম্বরমের খোঁচার পাল্টা মুখ খুলেছে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যের অভিযোগ, কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে টিকাকরণ প্রক্রিয়া থমকে গিয়েছে, এই রাজ্যগুলোই ভারতকে টেনে পিছিয়ে দিচ্ছে। টুইটে মালব্য লিখেছেন, 'সোমবার টিকাকরণে রেকর্ড গড়ার পর মঙ্গলবার ভারতে ৫৪,২২ লক্ষের টিকাকরণ হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতেই টিকাকরণ প্রক্রিয়া খোঁড়াচ্ছে ও দেশকে পিছনে টানছে। চিদাম্বরম বরং কংগ্রেস ও তাদের জোট সরকার শাসিত পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির টিকাকরণ নিয়ে মাথা ঘামাক, আমাদের রাহাই দিন।'
কিন্তু, এই ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যে টিকাকরণের পরিসংখ্যান নিয়ে সরব হয়েছেন আরেক কংগ্রেস নেতা জয়রাম রমেশ। গত কয়েকদিন মধ্যপ্রদেশের টিকাকরণ নিয়ে তোপ দাগেন তিনি। টুইটে তিনি লিখেছেন, 'মধ্যপ্রদেশে গত তিনদিনে টিকাকরণ পরিসংখ্যান অনুসারে ২০ জুন টিকা পেয়েছেন ৬৯২ জন, ২১ জুন টিকাকরণ হয়েছে ১৬,৯৩ লাখ ও ২২ জুন টিকা পেয়েছেন ৪ হাজার ৮৪২ জন। আমরা কাকে বোকা বানানোর চেষ্টা করছি?'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন