Hoarding Collapse in Mumbai: সোমবার আচমকা ঝড়ে ভেঙে পড়ল বিশাল বড় বিলবোর্ড। যার জেরে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। আহত বহু। মুম্বইয়ের ঘাটকোপারের সিএনজি পাম্পে আটকে পড়া বেশিরভাগ ক্ষতিগ্রস্থরা সেইসময় জ্বালানি মজুত করতে এসেছিল বা ঘটনাটি ঘটার সময় বৃষ্টি থেকে আশ্রয় নিচ্ছিল সেই বিলবোর্ডের নিচে।
তাঁদের মধ্যে একজন ধসে পড়া হোর্ডিংয়ের নিচে আটকা পড়েছিলেন, যাঁকে দু'ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছিল, তিনি হলেন পন্থ নগরের বাসিন্দা বালাজি শিণ্ডে, যিনি তাঁর গাড়িতে জ্বালানি দিতে পেট্রোল পাম্পে গিয়েছিলেন।
“আজ সন্ধ্যায় পারিবারিক অনুষ্ঠানের জন্য আমাদের বেলাপুর (নভি মুম্বাই) যাওয়ার কথা ছিল এবং তিনি (বালাজি) গাড়িতে আগে থেকেই জ্বালানি ভরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন, বিলবোর্ডটি ভেঙে পড়েছিল”, শিণ্ডের স্ত্রী রমা বলেছিলেন।
ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচতে পেট্রোল পাম্পে থামেন গোভান্দির বাসিন্দা স্বপ্নিল খুপ্তে। “হঠাৎ করে বোর্ডটি আমাদের ওপর পড়ে এবং আমরা নিচে আটকা পড়ে যাই। আমরা নিজেরাই বেরিয়ে আসতে পেরেছি। আমরা লোকেদের সাহায্যের জন্য চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি, ”খুপ্তে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন। অন্যান্য আঘাতের পাশাপাশি ডান চোখেও গুরুতর চোট পেয়েছেন তিনি।
শুভম গাঙ্গুরদে, ১৭, এবং বরুণ থোরাত, রমাবাই নগরের দুই খুড়তুতো ভাই, শুভমের স্কুটারে জ্বালানি দিতে পেট্রোল পাম্পে গিয়েছিলেন। "আমি একটি কলের উত্তর দিতে পাম্পের বাইরে গিয়েছিলাম, এবং আমি শেডটা ভেঙে পড়তে দেখলাম… শুভম জ্বালানির জন্য লাইনে ছিল এবং আটকা পড়ে যায়," থোরাট বলেছেন। গাঙ্গুরদে পিঠে আঘাত পেয়েছেন এবং তাঁকে ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছ উপড়ে পড়ার মতো বিলবোর্ডটি ভেঙে পড়ে। পেট্রোল পাম্পের একজন গ্রাহক সাইয়িদ ফানসোপকর বলেন, “বিশাল বোর্ড ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নিরাপত্তা নিশ্চিত করতে দৌড়ে বাইরে আসি। কিন্তু আমার ভাই, যে আমার সঙ্গে ছিল, ভিতরে আটকা পড়েছিল… ভাগ্যক্রমে বোর্ডটি একটি ট্রাকের উপর পড়ে যাওয়ায় সে পালিয়ে যায়, নিচের লোকজনকে সামান্য আঘাত পান।"
"দমকা বাতাস বইতে শুরু করার সঙ্গে সঙ্গে বিলবোর্ডটি কাঁপতে শুরু করে এবং শব্দ করতে শুরু করে… এটি ভেঙে যেতে পারে এই ভয়ে, অনেক লোক সরে যেতে শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যে, বোর্ডটি পেট্রোল পাম্পের ভেঙে পড়ে," বলেছেন সাদিক হুসেন নামে একজন বাসিন্দা।