সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। রঙের উৎসবে দেশবাসীকে রঙিন শুভেচ্ছা মোদী-মুর্মুর । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘হোলি’ উপলক্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং রঙের উত্সব প্রত্যেকের জীবনে সুখ এবং সমৃদ্ধির কামনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোলির এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, "আপনার জীবন সবসময় আনন্দ-হাসি, খুশিতে ভরে উঠুক। আপনাদের সবাইকে শুভ এবং রঙিন হোলির শুভেচ্ছা! আরও রঙিন হোক আপনাদের আগামী"।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও দেশবাসীকে হোলি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আজকের দিনটিকে "উচ্ছ্বাস এবং উৎসাহের" দিন বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এটি "আমাদের বৈচিত্র্যময় সমাজের প্রাণবন্ত রঙ এবং সম্প্রীতির" প্রতীক। "আমি কামনা করি রঙের এই মহান উৎসব সবার জীবনে সুখ, সমৃদ্ধি এবং নতুন শক্তি নিয়ে আসুক," ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হোলিতে জনগণকে তার শুভেচ্ছা জানিয়েছেন এবং লিখেছেন "রঙের এই উৎসব আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং অনেক সুখ বয়ে আনুক। সমাজে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের ভিত্তি মজবুত হোক।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইটারে ‘রঙের উৎসবের’ শুভেচ্ছা জানিয়েছেন। অমিত শাহ লিখেছেন, "আনন্দের এই উৎসব আপনার জীবনে নতুন শক্তি সঞ্চার করুক।"
কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দেশবাসীকে তার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন যে ‘হোলির উৎসব দেশকে ঐক্যের রঙে রঙিন করবে’।
অন্যদিকে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী একটি টুইট বার্তায় লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে আমাদের নারী শক্তির অর্জনকে আমার আন্তরিক অভিবাদন। আমরা ভারতের অগ্রগতিতে মহিলাদের ভূমিকার প্রশংসা করি। প্রধানমন্ত্রী টুইটারে 'মন কি বাত'-এ সমাজে মহিলাদের অগ্রগতির একটি সংকলনও শেয়ার করেছেন।