Advertisment

২০২৪ সালেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদী সরকারের সমালোচকদের তুলোধনা করেছেন পাটিল।

author-image
IE Bangla Web Desk
New Update
anti bjp coalition push in the equation

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ২০২৪ সালের মধ্যে ভারতের দখলে আসবে। এমটাই মনে করেন কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী কপিল পাটিল।

Advertisment

মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদী সরকারের সমালোচকদের তুলোধনা করেছেন পাটিল। মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে তাঁর দাবি, মোদীজি আলু, পিঁয়াজের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেননি। মন্ত্রীর কথায়, 'অপেক্ষা করুন..সম্ভবত ২০২৪ সালের মধ্যে কিছু একটা ঘটবে। পাক অধিকৃত কাশ্মীর হয়তো ভারতের দখলে আসবে। এটা ভাবার মধ্যে অবশ্যই কোনও সমস্যা নেই। কারণ শুধু মোদীই এগুলো পারেন। তবে তার জন্য আমাদের এই আলু, পেঁয়াজ এবং ডালের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।'

কেন্দ্রীয় মন্ত্রীর সংযোজন, 'দেশের জন্য কেবল মোদী ও অমিত শাহই কিছু করতে পারেন। প্রধানমন্ত্রী মোদীর উচিত এই দেশকে নেতৃত্ব দিয়ে চলা, কারণ তিনি সিএএ-র প্রবর্তন করেছেন, ৩৭০ ধারা, ৩৫-এ- বাতিলের মত দৃঢ় পদক্ষেপ করেছেন। আমি মনে করি পাক অধিকৃত কাশ্মীর সম্ভবত ২০২৪ সালের মধ্যে ভারতের সঙ্গে জুড়ে যাবে। আসুন তার জন্য অপেক্ষা করা যাক।'

মন্ত্র কপিল পাটিলের দাবি, 'মানুষ ৭০০ টাকা কেজি পাঁঠার মাংস বা ৫০০-৬০০ টাকায় পিৎজা কিনতে পারেন, কিন্তু ১০ কেজি দরে আলু ও ৪০ টাকায় ১ কেজি টমেটো কিনতে গেলেই আমরা দাম বেশি মনে করি।'

Read in English

amit shah kashmir pakistan India PoK Modi Government
Advertisment