Advertisment

ভয়াবহ দুর্ঘটনা! চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু ২৫ যাত্রীর, কান্নার রোল

অগ্নিদগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra, bus catches fire, accident, Samruddhi Mahamarg Expressway, Yavatmal, Pune, 25 people burnt to death, Buldhana,

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু ২৫ যাত্রীর

মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনা। দুর্ঘটনার পর বাসে আগুন ধরে গেলে ঝলসে মৃত্যু হল ২৫ জন যাত্রীর। অগ্নিদগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

ভোররাতে বাসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মহারাষ্ট্রের বুলধানায় একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। বুলধানা এলাকার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাসের ডিজেল ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ভয়াবহ বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মহারাষ্ট্রের বুলধানায় ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছে। সমৃদ্ধি হাইওয়েতে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনা। বুলধানার দেউলগাঁও খন্ড গ্রামের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে। বাসে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। বুলধানার এডিএম জানিয়েছেন, ‘বুলধানায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে’।

জানা গিয়েছে বাসটি নাগপুর থেকে পুনে যাচ্ছিল। বুলধানার ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেছেন যে বুলধানার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ৩৩জন যাত্রীকে নিয়ে চলন্ত একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।  আগুন লেগে কমপক্ষে ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বুলধানা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার  গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় যাত্রীরা সবাই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

বুলধানায় বাস দুর্ঘটনায় ২৬ জনের ডিএনএ নমুনা পরীক্ষা করা হবে। এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে। ডিএনএ নমুনার রিপোর্ট আসার পরই যাত্রীদের শনাক্ত করা সম্ভব হবে। এরপরই সব দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বুলধানার এসপি সুনীল আদাসনে সংবাদমাধ্যমকে জানান, ‘রাত ১.২৫ মিনিটে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার হওয়া বাসটি নাগপুর থেকে পুনে যাচ্ছিল। বাসটি খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এতে বাসটি উল্টে আগুন ধরে যায়'।

Road Accident
Advertisment