‘হট এয়ার বেলুনে’ আকস্মিক আগুন! ঝলসে মৃত শিশু। দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। মাঝআকাশে‘হট এয়ার বেলুনে’আগুন ধরে গেলে প্রাণভয়ে আরও দুই পর্যটক ঝাঁপ দেন। মৃত্যু হয়েছে তাদেরও। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। জানা গিয়েছে শনিবার (১ এপ্রিল) মেক্সিকো শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে এই দুর্ঘটনা ঘটেছে। ‘প্রত্নতাত্ত্বিক পর্যটনে’র জন্য এই অঞ্চল বিখ্যাত। এখানে সারাবছরই পর্যটকের ভিড় লেগেই থাকে। এই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি হট এয়ার বেলুনে আগুন লাগার ঘটনায় দুজন নিহত হয়েছেন।
মেক্সিকো সরকার জানিয়েছে, বেশ কয়েকজন পর্যটক প্রাণভয়ে বেলুন থেকে লাফ দেন। এক শিশুর ঝলসে যাওয়ার খবরও সামনে এসেছে। নিহতদের মধ্যে একজন মহিলা এবং এক পুরুষ রয়েছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। এই দুর্ঘটনায় শিশুর মুখ সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ।
‘হট এয়ার বেলুনে’ কতজন যাত্রী ছিল তা এখনও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে বেলুনটি সম্পূর্ণভাবে মাঝ আকাশে আগুনে পুড়ে যাচ্ছে। বেশ কিছু ট্যুর অপারেটর মেক্সিকো সিটি থেকে 70 কিমি উত্তর-পূর্বে টিওটিহুয়াকানের উপর বেলুন সফরে যাত্রীদের নিয়ে যায়, খরচ পড়ে মাথাপিছু ১৫০ ডলার। সূত্রের খবর বেলুনে থাকা অনেক পর্যটক প্রাণভয়ে ভয় পেয়ে হট এয়ার বেলুন থেকে ঝাঁপ দেন। টিওটিহুয়াকান একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারতের অনেক জায়গাতেই রয়েছে হট এয়ার বেলুন রাইডিং। এর মধ্যে জয়পুর হট এয়ার বেলুন রাইডের জন্যও বিখ্যাত।