Advertisment

হাউজিং ডেভেলপমেন্টের আড়ালে চিটফান্ড, তদন্তে গোয়েন্দারা

সিবিআই সূত্রে খবর, ‘গোল্ডেন পরিবার হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড’ নামে একটি বেআইনি অর্থ লগ্নি সংস্থার এরাজ্যের একাধিক অফিসে বুধবার তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা৷ তদন্তকারীরা মনে করছেন, হাউজিং ডেভেলপমেন্টের নামে চিটফান্ড সংস্থা হিসাবেই কাজ করত ওই সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi-office

বিরোধীদের দাবি, সিবিআই আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে। সিবিআইটাই ওদের অস্ত্র, দাবি তৃণমূলের। ফাইল চিত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

রাজ্যের ২২টি বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এবার সেই তালিকায় যোগ হল নতুন এক চিটফান্ড সংস্থা। সিবিআই সূত্রে খবর, ‘গোল্ডেন পরিবার হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড’ নামে একটি বেআইনি অর্থ লগ্নি সংস্থার এরাজ্যের একাধিক অফিসে বুধবার তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা৷ তদন্তকারীরা মনে করছেন, হাউজিং ডেভেলপমেন্টের নামে চিটফান্ড সংস্থা হিসাবেই কাজ করত ওই সংস্থা। বুধবার গোয়েন্দাদের ১০টি টিম কৃষ্ণনগর, কল্যাণী, নদিয়া, জলপাইগুড়িসহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি করে৷ পাশাপাশি, এক প্রভিডেন্ট ফান্ড অাধিকারিকের বেহালার বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।

Advertisment

আরও পড়ুন: PNB fraud case: প্রাণভয়ে দেশে ফিরছেন না, জানালেন মেহুল চোকসি

কিছুদিন আগেই শহরে এসেছিলেন সিবিআইয়ের বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানা। সারদা, রোজ ভ্যালি এবং নারদাকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, চলতি বছরেই সারদা, রোজভ্যালিসহ সমস্ত চিটফান্ডের তদন্ত শেষ করতে হবে। সিবিআই সূত্রে খবর, এই তদন্তের কাজ যাতে দ্রুত শেষ হয় সেই কারণেই তদন্তকারি অফিসারের সংখ্যা বাড়ানো হবে। চলতি বছরেই সমস্ত কাজ মিটিয়ে ফাইনাল চার্জশিট পেশ করার সম্ভাবনা রয়েছে।

cbi
Advertisment