Jai Shri Ram Slogan: মসজিদের ভিতরে 'জয় শ্রী রাম' স্লোগানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা পিটিশনে কর্ণাটক সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই মামলায় কর্ণাটক সরকারকে নোটিশ দিতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানি আগামী বছরের জানুয়ারিতে হবে বলেও আদালতের তরফে জানানো হয়েছে।
মসজিদের ভিতরে 'জয় শ্রী রাম' স্লোগান ধর্মীয় অনুভূতিতে কোন আঘাত করেনি এই যুক্তিতে মসজিদের ভিতরে স্লোগান যারা দেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করেছিল হাইকোর্ট। অভিযোগ দক্ষিণ কন্নড় জেলার বাসিন্দা দুই ব্যক্তি গত বছরের সেপ্টেম্বরে স্থানীয় একটি মসজিদে প্রবেশ করে এবং জয় শ্রী রাম স্লোগান দেয়।
হাইকোর্ট তার রায়ে প্রশ্ন তোলে কেউ যদি 'জয় শ্রী রাম' স্লোগান তোলে তবে তা কীভাবে কোনও অংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, অভিযোগকারী নিজেই যখন জানিয়েছেন ওই এলাকায় হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করছেন, তখন এই ঘটনাকে কোনোভাবেই অপরাধ হিসেবে গণ্য করা যায় না।
হাইকোর্টের এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। এখন কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা পিটিশনে কর্ণাটক সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। আজ শুনানির সময় সুপ্রিম কোর্ট এই মামলায় রাজ্যকে নোটিশ দিতে অস্বীকার করে। আদালত আবেদনের একটি কপি রাজ্য সরকারকে দিতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারিতে।