আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে ভারত সরকারের প্রকাশিত প্রতিবেদনে মধ্যপ্রদেশ আবারও বাঘের সংখ্যার দিন থেকে সেরা রাজ্যের খেতাব অর্জন করেছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে রাজ্যে বর্তমানে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮৫। এই কৃতিত্বের জন্য রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
সমীক্ষা অনুসারে, মধ্যপ্রদেশে চার বছরের ব্যবধানে বাঘের সংখ্যা বেড়েছে ২৫৯ টি। 'স্ট্যাটাস অফ টাইগারস, কো-প্রেডেটরস অ্যান্ড প্রি ইন ইন্ডিয়া ২০২২' শীর্ষক প্রতিবেদন অনুসারে, মধ্যপ্রদেশের পরেই কর্ণাটক (৫৬৩), উত্তরাখণ্ড (৫৬০) এবং মহারাষ্ট্র (৪৪৪) রয়েছে।
মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা ক্রমাগত বাড়ছে। রাজ্যে বাঘের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৭৮৫, যা দেশের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে ভারত সরকার কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বাঘের সংখ্যা বৃদ্ধির কারণে এবারও দেশের মধ্যে সেরা বাঘের রাজ্যের তকমা ছিনিয়ে নিয়েছে মধ্যপ্রদেশ। ২০১৮ সালে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা ছিল ৫৭৬টি । সেই সংখ্যাই ২০২২ সালে বেড়ে হয়েছে ৭৮৫
বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব জে এন কানসোটিয়া বলেন, ‘উন্নত বাঘ সংরক্ষণের কারণে রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে। পরবর্তী গণনায় এই সংখ্যা বেড়ে দাঁড়াবে এক হাজারে। ধারাবাহিকভাবে বাঘের রাজ্যের খেতাব পাওয়া রাজ্যের জন্য গর্বের বিষয়। এর পাশাপাশি ভবিষ্যতে এটি বজায় রাখার চ্যালেঞ্জও রয়েছে সরকারের কাছে’।
হিসাব অনুযায়ী, মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা ৪৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে, মধ্যপ্রদেশে সর্বাধিক বাঘের মৃত্যুও রেকর্ড করা হয়েছে। ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে রাজ্যে ২৭৮টি বাঘ মারা গেছে। যেখানে বিভিন্ন কারণে, ২০২২-২০২২ সালের মধ্যে মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভে ৭২টি বাঘ এবং ৪৩টি চিতাবাঘ মারা গেছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আবারও রাজ্যবাসীকে টাইগার স্টেট হওয়ার জন্য টুইট করে অভিনন্দন জানিয়েছেন।