/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/kilogram.jpg)
ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস
হ্যাঁ ঠিকই শুনছেন আপনি। ব্যাস, অমনি নো-কার্ব ডায়েটে চলে গেলেন? না, শত চেষ্টাতেও আটকাতে পারবেন না আপনার ওজন বাড়া। আর আপনি একা তো নন। সারা পৃথিবী জুড়েই সব্বার ওজন বেড়ে যাবে রাতারাতি।
খোলসা করে বলা যাক। ওজনের পরিমাপ বদলে যেতে চলেছে। ১৮৮৯ সাল থেকে প্যারিসের এক প্লাটিনাম-ইরিডিয়াম ধাতুতে তৈরি এক বাটখারার ভিত্তিতে পরিমাপ করা হতো ওজনের। এবার পাল্টাতে চলেছে সেই পদ্ধতি। একে বলা হতো ইন্টারন্যাশনাল প্রোটোটাইপ কিলোগ্রাম। প্লাটিনাম-ইরিডিয়াম ধাতুর বাটখারাকে প্রমাণ ধরে পৃথিবীর বাকি সব কিছুর ওজন মাপা হত এতদিন।
কিন্তু, এই পদ্ধতিতে সমস্যা হচ্ছিল। প্লাটিনামের ওজন সব সময় এক থাকছে না। কাঁচের বেলজারের মধ্যে রাখা হলেও এর ওপরে জমতে শুরু করেছে ধুলোর মিহি আস্তরণ। আবার আবহাওয়ার তারতম্যের জন্যেও সামান্য পরিবর্তিত হতে পারে। এবার এই সামান্য পরিবর্তন আমাদের রোজকার জীবনে তেমন ছাপ না ফেললেও বৈজ্ঞানিক গবেষণায় রীতিমতো সমস্যা হতে শুরু করেছে।
সেই সমস্যা দূর করতেই পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরা ঠিক করেছেন, বদলে ফেলা হবে কিলোগ্রামের শতাব্দী প্রাচীন সংজ্ঞা। সেই উদ্দেশ্যেই ফ্রান্সের ভার্সাই শহরে শুরু হয়েছে পরিমাপ বিশেষজ্ঞদের ২৬ তম আন্তর্জাতিক সম্মেলন। এবার আর প্লাটিনামের সাহায্যে নয়, কিলোগ্রামের পরিমাপ বদলানো হবে নোবেলজয়ী বিজ্ঞানী মঁ প্লা-এর তত্ত্বের ওপর ভিত্তি করে। প্লাঙ্ক ধ্রুবককে প্রমাণ ধরে শোধরানো হবে কিলোগ্রামের পরিমাপ।
সমাজতাত্ত্বিকরা বলেন, পরিবর্তনই সমাজের ধ্রুব সত্য। সেই তত্ত্ব এবার বিজ্ঞানেও এল বুঝি!
Read the full story in English