Advertisment

দেশে নয়া আইন, অনলাইনে ট্রাফিক জরিমান দেওয়া এবার আরও সহজ

এবার থেকে জরিমানা দেওয়ার কষ্ট লাঘবে ই-চালান ও ই-পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। অ্যানরয়েড নির্ভর সংহত একটি সফটওয়্যার পরিষেবা এটি। জরিমানা দিতে এটিতে লগইন করলে নিরাপত্তার কোনও ভয় নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
নয়া মটর ভেহিক্যাল আইন

নয়া মটর ভেহিক্যাল আইন

কঠিন হয়েছে পরিবহণ আইন। বেড়েছে জরিমানা। ধরপাকড় বাড়িয়েছে পুলিশ। কার্যত, নাজেহাল অবস্থার সম্মুখীন বাইক ও গাড়ির মালিকরা। তবে, এবার থেকে জরিমানা দেওয়ার কষ্ট লাঘবে ই-চালান ও ই-পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। অ্যানরয়েড নির্ভর সংহত একটি সফটওয়্যার পরিষেবা এটি। জরিমানা দিতে এটিতে লগ ইন করলে নিরাপত্তার কোনও ভয় নেই।

Advertisment

নয়া মটর ভেহিক্যাল অ্যাক্টে চালান ব্যবস্থাও বেশ সহজ করে দেওয়া হয়েছে। যা কার্যকর হয়েছে চলতি মাসের ১লা থেকে।

ই-চালান দেখার পদ্ধতি:

i.e. echallan.parivahan.gov.in ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে।

এরপরই খুলবে ওয়েবসাইটটি।

ওয়েবসাইটের ডানদিকে চেক ই-চালান অপশন আসবে গাড়ির চালান পরীক্ষার জন্য। এতে ক্লিক করতে হবে।

ফের সেখান থেকে ওয়েবসাইটের মেইন পেজে ফেরত পাঠাতে হবে।

নিদৃষ্ট জায়গায় উপযুক্ত তথ্য দিয়ে চেক করতে হবে ই-চালান

national news
Advertisment