Advertisment

বানভাসি কেরালার মানুষগুলোর পাশে দাঁড়াবেন কেমন ভাবে ?

দক্ষিণের বন্যাবিধ্বস্ত রাজ্য কেরালার পাশে সাহায্যের হাত বাড়াতে চাইছেন অনেকেই। কীভাবে অর্থ ও ত্রাণ পাঠানো যাবে, তা দেখে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
How to contribute to CM’s Distress Relief Kerala floods Fund

ভারী বৃষ্টিপাত কেরালায়

৮ অগাস্ট থেকে নতুন করে ভারী বর্ষণ এবং বন্যার প্রকোপে কেরালায় মৃতের সংখ্যা রাজ্যে দুর্যোগ মোকাবিলা বিভাগের কন্ট্রোল রুমের পরিসংখ্যান অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে ১৯৪। এই সংখ্যা বাড়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, কারণ অনেকের মতেই ধ্বস নামার ফলে মাটির নীচে আটক প্রচুর মৃতদেহ এখনও উদ্ধার করা যায় নি। এখন পর্যন্ত ৩.১৪ লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বলা হচ্ছে, গত ১০০ বছরে এ রাজ্যে বন্যা পরিস্থিতি এত গুরুতর হয় নি, এবং এ বছর রাজ্যের মোট ৩৩টি বাঁধের গেট খুলে দেওয়া এবং সমস্ত নদীতে জল বিপদসীমার ওপর দিয়ে বওয়ার ফলে অবস্থা আরও সঙ্গিন হয়ে উঠেছে।

Advertisment

গত শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা বিধ্বস্ত কেরালার জন্য ৫০০ কোটি টাকার অতিরিক্ত অনুদান ঘোষণা করেছেন। এর আগে তিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বন্যাত্রাণ সংক্রান্ত বৈঠক করেন, এবং বিমান থেকে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। এর পাশাপাশি তিনি বন্যায় মৃত সকলের পরিবার পিছু প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের পরিবার পিছু ৫০,০০০ টাকার সাহায্য মনজুর করেছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে ১৯, ৫১২ কোটি টাকা। বন্যা দুর্গতদের পাশে থাকার আর্জি জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কীভাবে অনুদান পাঠানো যাবে কেরালায়?

১) যত দ্রুত অনুদান পাঠান। যাঁরা ম্যাট্রেস, শৌচাগারে ব্যবহারের জিনিস পত্র, ওষুধ, খাদ্যশস্য, আসবাবপত্র, পোশাক পাঠাতে চান তারা ১০৭৭ টোলফ্রি নম্বরে ফোন করে যাবতীয় তথ্য জেনে নিন।

publive-image #keralaFloods

২)  যাঁরা অর্থ দিয়ে সাহায্য করবেন ভেবেছেন তারা donation.cmdrf.kerala.gov.in ওয়েবসাইটি দেখে নিতে পারেন।

ওয়েবসাইটে পেমেন্ট করার পদ্ধতি খুবই সহজ এবং নিরাপদ।

প্রথমে আপনাকে লগ অন করতে হবে ওয়েবসাইটে গিয়ে। ডোনেট মেনুতে গিয়ে ক্লিক করে অনুদানের ফর্মটি পুর্ণ করুন।

মেল আইডি, নাম, ফোন নম্বরের মত সামান্য কিছু তথ্য জানতে চাওয়া হবে।

publive-image পেমেন্ট করার পদ্ধতি খুবই সহজ এবং নিরাপদ।

এটি আপনাকে পেমেন্ট গেটওয়েতে পুনর্নির্দেশ করবে যেখানে আপনি নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ দান করতে পারবেন। কিছু ক্ষেত্রে, পেমেন্ট গেটওয়েতে পৌঁছানোর আগে, আপনাকে captcha তে ক্লিক করতে নির্দেশ দেওয়া হবে।

লেনদেন সফল হওয়ার পরে, ডিসপ্লেতে দেখানো হবে, পাশাপাশি আপনার মেল আইডিতেও পেমেন্টের ইতিবৃত্ত পাঠিয়ে দেওয়া হবে। এই অনুদানের পরিমাণ সম্পূর্ণ করমুক্ত। এ সম্পর্কিত সার্টিফিকেটও পেয়ে যাবেন আপনি।

৩) এছাড়া চেক/DD অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমেও তহবিলে দান করতে পারবেন। তারজন্য আপনাকে পাঠাতে হবে

The Principal Secretary (Finance) Treasurer,

Chief Minister’s Distress Relief Fund,

Secretariat,

Thiruvananthapuram – 695001

৪) অনলাইন ডোনেশনের জন্য

Account number: 67319948232

Bank: State Bank of India

Branch: City branch, Thiruvananthapuram

IFS Code: SBIN0070028

PAN: AAAGD0584M

Name of Donee: CMDRF

৫) ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবং QR কোডের মাধ্যমে টাকা পাঠাতে চাইলে

তালিকায় রয়েছে, দক্ষিণ ভারতীয় ব্যাঙ্ক, ফেডরাল ব্যাঙ্ক এবং SBI

আরও পড়ুন, কেরালার বন্যাত্রাণে হাত বাড়ালেন শাহরুখ খান থেকে মাছ বিক্রেতা ছাত্রী

অর্থ ছাড়া ত্রাণসামগ্রী দিয়েও সহায়তা করা যেতে পারে বানভাসি কেরালার মানুষদের। শহর কলকাতায় সে জন্য একটি কেন্দ্র খোলা হয়েছে। ঠিকানা,

Indian pluralism foundation

47 a, Shakespeare Sarani

2b kundalia tower

kolkata – 700017

ফোন নম্বর,  9051312323, 9903313210, 9831041884, 9830786771, 9830342584

এ ছাড়া, গুঞ্জ ও অক্সফ্যামের মত স্বেচ্ছাসেবী সংস্থাও ত্রাণসামগ্রী সংগ্রহ করছে।

রাজধানী দিল্লিতে কেরালা হাউসের নোরকা ডেভেলপমেন্ট অফিসে ত্রাণ সামগ্রী দেওয়া যাবে।

ফোন নম্বর 09446993823, 01123360350

এ ছাড়া দিল্লির উদয় ফাউন্ডেশনের মাধ্যমেও ত্রাণ সামগ্রী পাঠাতে পারবেন কেরালায়।

kerala
Advertisment