ভোট মরশুমের হাওয়া লেগেছে গুগলের গায়ে। তৃতীয় দফাতেও ভোট দিলেন গুগল বাবাজি। ইতিমধ্যেই দেশে দু' দফা নির্বাচন শেষ হয়ে গেছে। ২৩ এপ্রিল লোকসভা নির্বাচনের জন্য তৃতীয় দফার ভোট। এদিন গুগল ডুডলের মাধ্যমে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানাচ্ছে। গুগল ডুডলে দেখা যাচ্ছে কালিযুক্ত আঙ্গুল। যেখানে ক্লিক করলে ব্যবহারকারীদের ভোটদানের পদ্ধতি ব্যাখ্যা করছে। দেশে লোকসভা নির্বাচনে যারা প্রথম ভোটার তাঁদের জন্য এই তথ্য সহায়ক হতে পারে। পোলিং বুথ, নির্বাচন সময়সূচী, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনগুলি (EVMs), প্রার্থীর নাম এবং কীভাবে ব্যবহার করবেন তা সম্পর্কে সমস্ত তথ্য দিচ্ছে গুগল ডুডল।
ভোট দেওয়ার পদ্ধতি
১) কেন্দ্রে উপস্থিত সরকারি কর্মচারীরা প্রথমে মিলিয়ে নেবে আপনার ভোটার তালিকার নামের সঙ্গে পরিচয় পত্র।
২) তারপর আপনার আঙুলে কালি লাগিয়ে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে এবং রেজিস্টারে সাক্ষর করার জন্য অনুরোধ করা হবে।
৩) তারপর তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে স্লিপটা জমা দিয়ে কালি দেওয়া আঙুল দেখাতে হবে, তারপর আপনাকে ইভিএম মেশিনের দিকে যাওয়ার নির্দেশ দেবে।
৪) তিনদিক ঘেরা ইভিএম মেশিনে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য পাশের বোতামে চাপ দেবেন। ‘বিপ’ শব্দ হলে বুঝতে পারবেন ভোট দেওয়া সম্পন্ন হয়েছে।
৫) একইসঙ্গে দেখতে পাবেন, ভিভিপ্যাট মেশিনের উইনডোতে প্রার্থীর নম্বর, দলের নাম এবং চিহ্ন সহ একটি স্লিপ দেখা যাবে। মূলত সাত সেকেন্ডর জন্য স্লিপট দেখা যাবে, তারপর ভিভিপ্যাট বক্সে পড়ে যাবে।
৬) আপনার যদি কোনো প্রার্থীকেই পছন্দ না হয় তাহলে ‘নোটা’ (NOTA, None of the Above) প্রেস করতে পারেন। ইভিএম মেশিনের শেষ অপশন নোটা।
৭) ভোট কেন্দ্রে ফোন নম্বর, ক্যামেরার মতো কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ঢোকা যাবে না।
Read the full story in English