"এ কী! কলকাতা পুলিশ এখানে কী করছে?" হাওড়া ময়দানে সাদা রঙের পোশাকে ট্রাফিক পুলিশ কর্মীকে দেখে বলে উঠলেন এক ভদ্রলোক। হাওড়া শহরের অন্যতম ব্যস্ত পীঠস্থান, হাওড়া ময়দান। একে তো মেট্রোর কাজের জেরে রোজকার যানজট, তারপর পুজোর বাজার। ভিড় সামলে যান নিয়ন্ত্রণ করতে রোজ খাকি উর্দিধারী ট্রাফিক পুলিশকে দেখতেই অভ্যস্ত হাওড়াবাসী। কিন্তু সপ্তাহের প্রথম দিন সেই খাকি পোশাক উধাও। ধবধবে সাদা পোশাকে ট্রাফিক পুলিশকর্মীরা রাস্তার মোড়ে দাঁড়িয়েছেন। না, এঁরা কলকাতা পুলিশের কর্মী নন। হাওড়া পুলিশ কমিশনারেটেরই কর্মী। ইউনিফর্মের রং বদল হয়েছে মাত্র।
সরকারি নির্দেশিকা মেনেই আজ থেকে রাজ্যের কমিশনারেট এলাকায় পুলিশকর্মীর পোশাকের রং দফায় দফায় সাদা হয়ে উঠবে। প্রথম দফায় হাওড়া পুলিশ কমিশনারেট এলাকা। এ প্রসঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "কলকাতা পুলিশের মতোই হাওড়া পুলিশের ইউনিফর্মও সাদা হচ্ছে। কলকাতার থানা ও ট্রাফিক পুলিশের ইউনিফর্মের মতোই সাদা করা হল। কলকাতা পুলিশের ধাঁচেই তৈরি করা হচ্ছে। এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। প্রখম দফায় হাওড়াতেই হল।" এ যাবৎকাল সাদা রঙের পোশাক মানেই কলকাতা পুলিশ বুঝত এ শহর। এবার হাওড়া পুলিশকর্মীর ইউনিফর্মের রঙও সাদা হওয়ায় পথচলতি সাধারণ মানুষের বিভ্রান্তি তো হচ্ছেই। এ প্রসঙ্গে তন্ময়বাবু বললেন, "ধীরে ধীরে সকলে জেনে যাবেন।"
আরও পড়ুন, ব্রিজ বিপর্যয়ের জেরে এবার পুজোয় বাড়তি যান যন্ত্রণা?
সাদা পোশাকে হাওড়া পুলিশকর্মীদের দেখে বিভ্রান্তিতে পথচলতিরা।
নতুন সাদা রঙের পোশাক গায়ে উঠতে হাসি ফুটেছে অনেক পুলিশকর্মীর মুখেই।
অন্যদিকে, পুজোর মুখে নতুন ইউনিফর্ম পেয়ে যারপরনাই খুশি হাওড়া পুলিশের কর্মীরা। নতুন সাদা রঙের পোশাক গায়ে উঠতেই হাসি ফুটেছে অনেক পুলিশকর্মীর মুখেই। হাওড়ার ট্রাফিক পুলিশকর্মীরাও বেশ উচ্ছ্বসিত নতুন সাদা পোশাক পরে। যে ছবিই ধরা পড়েছে আজ হাওড়া শহরে। এ প্রসঙ্গে হাওড়ার এসি পি ট্রাফিক) অশোক নাথ চট্টোপাধ্যায় বলেন, "দেখতে খুব ভাল লাগছে।" তবে এখনও কিছুদিন হাওড়ায় দেখা যাবে খাকি উর্দিধারীদের। কারণটা একটাই, এখনও হাওড়ার অনেকে পুলিশকর্মীর ওয়ার্ড্রোবে সাদা রঙের ইউনিফর্ম আসেনি। ফলে পুরনো সেই খাকি রঙের ইউনিফর্ম গায়ে চড়িয়েই কাজ করছেন অনেকে।