আসামের শিবসাগরে ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন বা ওএনজিসির (ONGC) তিনজন আধিকারিককে অপহরণ করল দুষ্কৃতীরা। কর্তৃপক্ষের সন্দেহ, এর পিছনে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার হাত রয়েছে।
বুধবার সকালে একাধিক টুইট করে ওএনজিসি জানিয়েছে, বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বন্দুক দেখিয়ে সংস্থার গাড়ি বাজেয়াপ্ত করে, আর তারপর তিনজন কর্মী-সহ গাড়ি নিয়ে চম্পট দেয়। এরপর গাড়িটি আসাম-নাগাল্যান্ড সীমান্তে নিমোলাগড় জঙ্গলে ফেলে পালায় তারা।
শিবসাগরের পুলিশ সুপার অমিতাভ সিনহা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, অপহৃত তিন আধিকারিকই স্থানীয় বাসিন্দা। নাগাল্যান্ড সীমান্তে নিরাপত্তা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। অপহরণ স্থল থেকে খুব কাছেই নাগাল্যান্ড সীমান্ত। কারণ, গাড়িটি ওখানেই পাওয়া গিয়েছে। নাগাল্যান্ড পুলিশও এলাকায় তল্লাশি শুরু করেছে।
অপহৃত তিন আধিকারিকের নাম মোহিনী মোহন গগৈ (জুনিয়র টেকনিশিয়ান), অলোকেশ সাইকিয়া (অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার) এবং রিতুল সাইকিয়া (অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার)। প্রথমজন শিবসাগরের বাসিন্দা, দ্বিতীয় জন জোরহাট এবং তৃতীয় জন গোলাঘাট জেলার বাসিন্দা।
পুলিশ সুপারের দাবি, যেভাবে দুষ্কৃতীরা তাঁদের অপহরণ করেছে তাতে মনে হচ্ছে এর পিছনে উলফার দাত রয়েছে। এটা কোনও জঙ্গিগোষ্ঠীরই কাজ। কারণ, ওই এলাকায় এখনও উলফাই সক্রিয় রয়েছে।