মুম্বইয়ে আরব সাগর উপকূলে জরুরি অবতরণ নৌবাহিনীর কপ্টারের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন সেনা কর্মী। বুধবার ভারতীয় নৌবাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মুম্বই উপকূলে জরুরি অবতরণ করে। জানা গিয়েছে কপ্টারটির নাম ‘ধ্রুব’। যান্ত্রিক গোলযোগের কারণেই এই অবতরণ বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মুম্বই উপকূলে আরব সাগরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় নৌবাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার । জরুরি অবতরণ করে সেটি। কপ্টারে থাকা তিন নৌসেনা জওয়ানকে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) মুম্বই থেকে একটি রুটিন যাত্রা করেছিল। এই সময় উপকূলের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। নৌবাহিনীর টহলদারি জাহাজ তিনজন ক্রু মেম্বারকে নিরাপদে উদ্ধার করে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।