Advertisment

আম্বেদকরের মূর্তি ভাঙার অভিযোগ উঠল যোগীরাজ্য়ে

মূর্তি ভাঙার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কে বা কারা মূর্তি ভাঙল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
b r ambedkar statue vandalises, বি আর আম্বেদকরের মূর্তি, আম্বেদকরের মূর্তি, ambedkar statue damaged, আম্বেদকরের মূর্তি ভাঙার অভিযোগ উঠল, উত্তরপ্রদেশ, up ambedkar statue damaged, dalit icon statue damaged, dalit politics, indian express bangla

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বি আর আম্বেদকরের মূর্তি ভাঙার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের ভাদোহি জেলার লক্ষ্মনা গ্রামে দলিত আইকন বি আর আম্বেদকরের ভাঙা মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisment

আম্বেদকরের মূর্তি ভাঙা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার রবীন্দ্র ভার্মা জানিয়েছেন, ঔরাই থানার অন্তর্গত দলিত বস্তি এলাকায় ৬ ফুট উচ্চতার মূর্তি স্থাপন করা হয়েছিল। ওই মূর্তিই শনিবার ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অগাস্টের আগেই দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু, জানালেন মন্ত্রী

এ ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানিয়েছেন, মূর্তি ভাঙার পর এলাকাবাসীরা জড়ো হতে শুরু করেন। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশ অকুস্থলে পৌঁছোয়।

মূর্তি ভাঙার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কে বা কারা মূর্তি ভাঙল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নতুন মূর্তি বসানোর কাজ শুরু হয়েছে। গ্রামে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment