scorecardresearch

‘মানবতা এখনও বেঁচে আছে’…! ছেলের চিকিৎসার জন্য ১১ কোটির ‘বেনামী অনুদান’, আপ্লূত দম্পতি

বিরল রোগে আক্রান্ত সন্তানের চিকিৎসার খরচ আকাশছোঁয়া, দম্পতি পেলেন ১১ কোটির একক অনুদান

kerala, kids treatment, kerala news, Rs 11 cr anonymous donation for treatment of son, Humanity still exists, spinal muscular atrophy, SMA Type 2, Indian Express, Indian Express News"

জটিল রোগে আক্রান্ত একমাত্র সন্তান। চিকিৎসার জন্য প্রয়োজন কোটি কোটি টাকা। কীভাবে টাকার জোগার করবেন তা ভেবে পাচ্ছিলেন না কোচির এই দম্পতি। অবশেষে সন্তানকে বাঁচাতে ভরসা ‘ক্রাউডফান্ডিং’। আর সেই অ্যাকাউন্টেই ১১ কোটি টাকা অনুদান করেছেন এক ব্যক্তি। বিপূল পরিমাণ টাকা আর্থিক অনুদান পেয়ে সন্তানকে বাঁচানোর স্বপ্ন নতুন করে দেখতে শুরু করেছেন এই দম্পতি।

দম্পতির কথায়, “যখন থেকে আমরা ক্রাউডফান্ডিং অ্যাকাউন্ট খুলেছি, আমরা সেটি প্রতিদিন চেক করতাম। ১৯ ফেব্রুয়ারির মধ্যে, আমরা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা অনুদান পেয়েছি। ২০ ফেব্রুয়ারি, আমরা দেখি অ্যাকাউন্টে বিপুল পরিমাণে অর্থ জমা পড়েছে। প্রায় ১১ কোটি টাকা। সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করি। আমাকে জানানো হয় কেউ একজন ‘একক ভাবে’ এই টাকা অনুদান করেছেন”।

স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) আক্রান্ত দম্পতির ১৫ মাসের সন্তান। সারং মেনন এবং অদিতির একমাত্র সন্তান নির্বান। জানুয়ারিতেই রোগ ধরা পড়ে। চিকিৎসার খরচ প্রায় ২০ কোটি টাকা। জিন প্রতিস্থাপন থেরাপিই একমাত্র ভরসা। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা এটি। একটি ওষুধের দাম প্রায় সাড়ে সতেরো কোটি টাকা।

বিপুল পরিমাণ অনুদান পেয়ে মেনন বলেন, মানবতা এখনও বেঁচে আছে…! পৃথিবীর কোন এক কোণায় বসে থেকে কেউ আমাদের সন্তানের জন্য এই কাজটি করতে পারে ভেবেই আমরা আনন্দিত। এই ব্যক্তি যেই হোক না কেন, তিনি আমাদের কাছে ঈশ্বরের মতো,”। সারং, পেশায় একজন মার্চেন্ট নেভি অফিসার।

আর্থিক অনুদান পাওয়ার পরই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওষুধ আনার জন্য মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। যে ভাবেই হোক সন্তানকে বাঁচাতে হবে। সন্তানের রোগ ধরা পড়ার পর কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের সঙ্গেও দেখা করেন দম্পতি।

বিপুল মূল্যের ওষুধ আমাদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের কথাও দম্পতিকে জানানো হয়েছে। সাহায্যের জন্য এই দম্পতি সেলিব্রেটিদেরও দ্বারস্থ হন। অভিনেতা অহনা কৃষ্ণ সহ অনেকে, সোশ্যাল মিডিয়ায় ছোট্ট  নির্বানের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সাধারণের কাছে আবেদনও করেছেন। এখন সকলেই তার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Humanity still exists couple gets rs 11 cr anonymous donation for treatment of son