/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-79.jpg)
কোনো কারণ ছাড়াই স্বামীর সঙ্গে সহবাসে স্ত্রীর অস্বীকার এক ধরণের মানসিক 'নিষ্ঠুরতা', যে কারণে স্বামী ডিভোর্স নিতে পারেন এমনই পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের।
কোনো কারণ ছাড়াই স্বামীর সঙ্গে সহবাসে স্ত্রীর অস্বীকার এক ধরণের মানসিক 'নিষ্ঠুরতা', যে কারণে স্বামী ডিভোর্স নিতে পারেন এমনই পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের। আদালত বলেছে যে কোনো শারীরিক অক্ষমতা বা বৈধ কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে যৌন সম্পর্ক করতে একতরফাভাবে অস্বীকার করা মানসিক নিষ্ঠুরতা সামিল বলে গন্য হতে পারে।
বিবাহবিচ্ছেদের একটি মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্ট বলেছে, কোনো কারণ ছাড়াই স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে স্ত্রীর অস্বীকার এক ধরণের 'নিষ্ঠুরতা'। এটি বিবাহবিচ্ছেদের একটি বৈধ ভিত্তি। এই পর্যবেক্ষণগুলির সঙ্গে বিচারপতি শীল নাগু এবং বিচারপতি বিনয় সরফের ডিভিশন বেঞ্চ আগের ফ্যামিলি কোর্টের আদেশ বাতিল করে দিয়েছে এবং স্বামীকে স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চাওয়ার অনুমতি দেয়।
পুরো ব্যাপারটা কী?
১২ জুলাই ২০০৬ -এ দুজনেই বিয়ে করেন। স্বামীর অভিযোগ কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে সহবাসে আপত্তি জানিয়ে আসছিলেন স্ত্রী। এটা এক ধরণের নিষ্ঠুরতা। বিবাহ বিচ্ছেদের দাবিতে পারিবারিক আদালতে আবেদন করেন স্বামী। তবে আদালত স্বামীর সেই আবেদন মঞ্জুর না করায় এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। তবে স্বামীর দাবির বিরোধিতা করেছেন স্ত্রী।