‘খুব ভাল হয়েছে’, ‘একদম ঠিক হয়েছে’, ‘সকালবেলা উঠেই ভাল খবরটা পেলাম’- হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত ৪ জনের এনকাউন্টারে মৃত্যুতে এমন প্রতিক্রিয়াই শোনা গেল বাংলার সাংসদদের মুখে। এনকাউন্টারের ঘটনায় রাজনৈতিক বিভাজন সরিয়ে তৃণমূল-বিজেপি সাংসদরা কার্যত একসুরে সুর মেলালেন।
Advertisment
হায়দরাবাদে এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর ঘটনা ‘একদম ঠিক’ বলে মন্তব্য করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এদিন অভিনেত্রী-সাংসদ বলেন, ‘‘খুব ভাল। অনেকে হয়তো বলবেন যে, সাংসদ হয়ে কীভাবে বলতে পারছি। তবে একজন মা হিসেবে, মেয়ে হয়ে বলছি, একদম ঠিক হয়েছে। তা না হলে ট্রায়াল চলতে চলতে বছর পার হয়ে যেত। আর ওরা (অভিযুক্তরা) জেলে বসে ফ্রায়েড রাইস-চিলি চিকেন খেত। নির্ভয়ার মতো অতবড় ঘটনায় এখনও শাস্তি হল না। সেদিক থেকে একদম ঠিক হয়েছে’’।
Finally...Someone in the Judicial/ Legal system needs to take up the baton to deliver justice. Voices have been heard - The guilty do not exist. #JusticeDelivered#RestInPeaceDisha
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ সামনে আসে। যে ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এ ঘটনায় ৪ অভিযুক্তের কঠোর সাজার দাবিতে সরব হয় দেশের বিভিন্ন প্রান্ত। ভোররাতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে ৪ অভিযুক্তের মৃত্যু হয়।