Advertisment

হায়দরাবাদ এনকাউন্টার: ‘একদম ঠিক, না হলে জেলে ওরা ফ্রায়েড রাইস-চিলি চিকেন খেত’

‘‘একদম ঠিক হয়েছে। তা না হলে ট্রায়াল চলতে চলতে বছর পার হয়ে যেত। আর ওরা (অভিযুক্তরা) জেলে বসে ফ্রায়েড রাইস-চিলি চিকেন খেত’’।

author-image
IE Bangla Web Desk
New Update
hdyerabad, হায়দরাবাদ, হায়দরাবাদে এনকাউন্টার, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে এনকাউন্টার, hyderabad encouter, hyderabad rape murder case, telangana police, তেলেঙ্গানা পুলিশ, হায়দরাবাদ পুলিশ, hyderabad case, hyderabad police encounter, hyderabad news, satabdi roy, শতাব্দী রায়, nusrat jahan, নুসরত জাহান, dev, দেব, locket chatterjee, লকেট চট্টোপাধ্যায় হায়দরাবাদ এনকাউন্টার: ‘একদম ঠিক সিদ্ধান্ত, না হলে জেলে ওরা ফ্রায়েড রাইস-চিলি চিকেন খেত’

শতাব্দী-নুসরত-লকেট-দেব। ছবি: সোশ্যাল মিডিয়া।

‘খুব ভাল হয়েছে’, ‘একদম ঠিক হয়েছে’, ‘সকালবেলা উঠেই ভাল খবরটা পেলাম’- হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত ৪ জনের এনকাউন্টারে মৃত্যুতে এমন প্রতিক্রিয়াই শোনা গেল বাংলার সাংসদদের মুখে। এনকাউন্টারের ঘটনায় রাজনৈতিক বিভাজন সরিয়ে তৃণমূল-বিজেপি সাংসদরা কার্যত একসুরে সুর মেলালেন।

Advertisment

হায়দরাবাদে এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর ঘটনা ‘একদম ঠিক’ বলে মন্তব্য করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এদিন অভিনেত্রী-সাংসদ বলেন, ‘‘খুব ভাল। অনেকে হয়তো বলবেন যে, সাংসদ হয়ে কীভাবে বলতে পারছি। তবে একজন মা হিসেবে, মেয়ে হয়ে বলছি, একদম ঠিক হয়েছে। তা না হলে ট্রায়াল চলতে চলতে বছর পার হয়ে যেত। আর ওরা (অভিযুক্তরা) জেলে বসে ফ্রায়েড রাইস-চিলি চিকেন খেত। নির্ভয়ার মতো অতবড় ঘটনায় এখনও শাস্তি হল না। সেদিক থেকে একদম ঠিক হয়েছে’’।

আরও পড়ুন: এনকাউন্টারে খতম হায়দরাবাদ ধর্ষণকাণ্ডের চার অভিযুক্ত, পুলিশের প্রশংসায় ধর্ষিতার বাবা

আরও পড়ুন: রাতে মন্ত্রীর ফোন বৈশাখীকে, ‘তুমি আছ বলেই লড়তে পারছ’

শতাব্দীর সুরেই সুর মিলিয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে লকেট বলেন, ‘‘সকালেবলা উঠে ভাল খবরটা পেলাম। খুব ভাল লাগছে। মেয়েটির আত্মা শান্তি পেয়েছে। হায়দরাবাদ পুলিশকে ধন্যবাদ জানাই’’। শতাব্দী-লকেটের মতো মুখ খুলেছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। টুইটারে বসিরহাটের সাংসদ লিখেছেন, ‘‘শেষ পর্যন্ত...আইন/বিচারব্যবস্থার কাউকে বিচারের ব্যাটন হাতে তুলে নিতে হয়। দোষীদের অস্তিত্ব নেই’’। তৃণমূলের আরেক সাংসদ তথা টলিউড সুপারস্টার দেব টুইটারে লিখেছেন, ‘‘ধন্যবাদ হায়দরাবাদ পুলিশ। এটা দরকার ছিল’’।


উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ সামনে আসে। যে ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এ ঘটনায় ৪ অভিযুক্তের কঠোর সাজার দাবিতে সরব হয় দেশের বিভিন্ন প্রান্ত। ভোররাতে  পুলিশের সঙ্গে এনকাউন্টারে ৪ অভিযুক্তের মৃত্যু হয়।

national news
Advertisment