Advertisment

হায়দরাবাদে হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে টিআরএস, দ্বিতীয় স্থানে এআইএমআইএম

২০১৬ সালে ১৫০ আসনের এই নির্বাচনে টিআরএস জেতে ৯৯টিতে। এআইএমআইএম পায় ৪৪টি আসন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুক্রবার গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্য়াল কর্পোরেশন নির্বাচনের ফলাফলের ট্রেন্ডে শুরু থেকে অনেকটাই এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে বেলা বাড়তেই ট্রেন্ডে বদল নজরে পড়ে। বিজেপিকে পিছনে ফেলে এগোতে শুরু করেছে টিআরএস। হায়দরাবাদ নির্বাচনের ফলাফলে প্রথম দিকে বিজেপি এগিয়ে থাকলেও, ঘুরে দাঁড়াচ্ছে টিআরএস। শেষ পাওয়া খবর অনুযায়ী,  ১৫০টি ওয়ার্ডের মধ্য়ে ১৩১ট ফল সামনে এসেছে। এর মধ্য়ে ৫৩টি আসনে জিতে এগিয়ে টিআরএস। ৪২টি আসনে জিতে দ্বিতীয় স্থানে এআইএমআইএম। ৩৫টি আসনে এগিয়ে বিজেপি।

Advertisment

ইটিভি-র খবর মোতাবেক ১৫০টি আসনের মধ্যে দুপুর ২টো পর্যন্ত পর্যন্ত ৩৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) এগিয়ে ৩৮টি আসনে, আর আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এগিয়ে ১৪টিতে। মাত্র ৩টিতে এগিয়ে কংগ্রেস। তবে, এনটিভি-র প্রতিবেদন অনুসারে, টিআরএস এগিয়ে প্রায় ৭০ আসনে। এআইএমআইএম ও বিজেপি এগিয়ে যথাক্রমে ৪৫ ও ৩০ আসনে। কংগ্রেসের পাল্লা ভারি ৩টিতে।

দেশের অন্যতম বড় নিগর নিগম হল জিএইচসিএম। লড়াই চলছে মোট ১৫০ আসনে। তার মধ্যে ১৪৯টি আসেন প্রার্থী দিয়েছে বিজেপি। আজ ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ১২২ জন প্রার্থীর। প্রসঙ্গত, ২০১৬ সালে ১৫০ আসনের এই নির্বাচনে টিআরএস জেতে ৯৯টিতে। এআইএমআইএম পায় ৪৪টি আসন। বিজেপির দখলে এসেছিল ৩টি এবং কংগ্রেস জিতেছিল ২টি আসনে।

তেলেঙ্গানার বিজেপি সাংসদ বলেন, তেলেঙ্গানার মানুষ পরিবর্তন চাইছে। লোকসভা নির্বাচনের ফলাফল সকলেই দেখেছেন। আজ সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। তবে এটা পরিষ্কার যে টিআরএস ক্ষমতাচ্যুত হোক এটা মানুষ চায়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Hyderabad Election
Advertisment