সপ্তম নিজাম মির ওসমান আলি খান। নবাব বলে কথা! নিজাম ওসমান কি আর যেমন তেমন পাত্রে জলখাবার খেতেন? হীরে বসানো সোনার টিফিন বাক্সে রাখা হতো তাঁর খাবার। যে বাক্স এতদিন দিব্যি সাজানো ছিল হায়দরাবাদের পুরানি হাভেলির সংগ্রহশালায়। কিন্তু গতকাল মাঝরাতে চুরি হয়ে গেছে সেই সোনার টিফিন বাক্স। সঙ্গে বহুমূল্য সোনার কাপ, প্লেট, চামচ। মিউজিয়াম কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছেন পুলিশে।
সোমবার সকালে সংগ্রহশালার দরজা খুলে এক নিরাপত্তারক্ষী প্রথম খেয়াল করেন তৃতীয় গ্যালারিতে নিজামের সোনার টিফিন বাক্স, এবং রুবি বসানো কাপ, প্লেট, চামচ সব উধাও। পরে দেখা যায়, সে ঘরের কাঠের ঘুলঘুলি ভাঙ্গা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ঘুলঘুলি ভেঙেই দড়ির সাহায্যে নীচে নেমে গ্যালারিতে প্রবেশ করেছিল চোরেরা।
আরও পড়ুন: যাঁর ফোন চুরি, তাঁরই Olx অ্যাকাউন্ট থেকে ফোন বিক্রির চেষ্টা
নিজাম মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছেন, সোনার টিফিন বাক্সে তিনটি বাটি রয়েছে। ওজনেও বেশ ভারী, কম করে দু কেজি হবেই। আন্তর্জাতিক বাজারে এর মূল্য ৫০ কোটি টাকার কাছাকাছি। ১৯১১ থেকে ১৯৪৮ পর্যন্ত হায়দরাবাদ শাসন করেছিলেন সপ্তম নিজাম ওসমান আলি খান। তিনিই হায়দরাবাদের শেষ নিজাম।
চুরির অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই সংগ্রহশালার ওই অংশ সিল করেছে পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী, দুষ্কৃতীরা সিসিটিভির মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়ায় ফুটেজে তেমন কিছু ধরা পড়েনি। পুলিশের সন্দেহের তীর কর্তৃপক্ষের ভেতরের লোকজনের দিকেই। সংগ্রহশালার ওই অংশে যথেষ্ট নিরাপত্তার অভাব ছিল বলে জানিয়েছে প্রশাসন।
ইতিমধ্যে নিজাম সংগ্রহশালা পরিদর্শনে গিয়েছিলেন হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার। আপাতত দশটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।