Advertisment

সিএএ বিরোধী বিষয়কে প্রশ্রয়, টুইটার-হোয়াটসঅ্যাপ-টিকটকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মামলার প্রধান অভিযোগকারী এস শ্রীশৈলাম (৪২) দাবি করেন যে নতুন নাগরিকত্ব আইন প্রণয়নের পর থেকে 'মত প্রকাশের স্বাধীনতার আড়ালে' সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের প্রচার শুরু হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হল টুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। সেখানকার অ্যাডিশনাল চিফ ম্যাজিস্ট্রেটের কাছে এফআইআর দায়ের হয়। সিএএ বিরোধী সামগ্রীকে অনুমতি দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের হয়েছে বলে খবর।

Advertisment

মামলার প্রধান অভিযোগকারী এস শ্রীশৈলাম (৪২) দাবি করেন যে নতুন নাগরিকত্ব আইন প্রণয়নের পর থেকে 'মত প্রকাশের স্বাধীনতার আড়ালে' সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের প্রচার শুরু হয়। জমা দেওয়া আবেদনে বলা হয়েছে যে এ জাতীয় ‘অসামাজিক জিনিষগুলিকে' টুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটোক ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্ল্যাটফর্মগুলির অপব্যবহার করছে ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মগুলিও সেই বিষয়টি যাচাই না করে বিপুল সংখ্যক ভিডিও এবং বার্তা প্রচার করে চলেছে।

আরও পড়ুন: সিএএ নিয়ে অপপ্রচার করে হিংসা ছড়াচ্ছে বিরোধীরাই: শাহ

আবেদনকারী বলেন যে "জাতি ও ধর্মের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচারের মাধ্যমে ভারতের নাগরিকদের হুমকিও দেওয়া হচ্ছে"। তিনি আদালতকে জানিয়েছেন যে তিনি "ছয়টি মোবাইল নম্বর চিহ্নিত করেছেন যা এক হাজারেরও বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

caa
Advertisment