scorecardresearch

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বেসরকারি স্কুলের লাইসেন্স বাতিল, গ্রেফতার অভিযুক্ত

গ্রেফতার করা হয়েছে স্কুলের অধ্যক্ষকেও

21-year-old alleges gangrape by ex-Andaman Chief Secretary, Labour officer
প্রতীকী ছবি

অধ্যক্ষের চালকের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে হায়দরাবাদের একটি বেসরকারি স্কুলের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনা জানাজানি হতেই, তেলেঙ্গানার শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি স্কুলের স্বীকৃতি বাতিল করার এবং স্কুলের ছাত্রদের অন্য স্কুলে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে।

তেলেঙ্গানার শিক্ষা সচিবের নেতৃত্বে একটি কমিটি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কী সুরক্ষা ব্যবস্থা নেওয়া যেতে পারে সে সম্পর্কে সরকারকে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 

ঘটনা প্রকাশ্যে আসার পর বানজারা হিলস এলাকার স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, দুই মাসেরও বেশি সময় ধরে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হচ্ছিল, যার অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে স্কুলের অধ্যক্ষের চালককে। পরে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্কুলের অধ্যক্ষকেও ।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Hyderabad school to be shut over 4 yr olds rape