Advertisment

Indian Student Attacked in Chicago: মার্কিন মুলুকে ভারতীয় পড়ুয়ার উপর হামলা, মোদী সরকারের কাছে সাহায্যের আবেদন পরিবারের

শিকাগোতে ভারতীয় ছাত্রের ওপর হামলা চালানো এবং তাঁর কাছ থেকে ফোন ছিনতাই-এর ঘটনায় ওই ছাত্রের পরিবার ভারত সরকারের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। পাশাপাশি তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Student Attacked in Chicago

মার্কিন মুলুকে ভারতীয় পড়ুয়ার উপর হামলা, মোদী সরকারের কাছে সাহায্যের আবেদন পরিবারের

শিকাগোতে নিজের ফ্ল্যাটের সামনেই অস্ত্রধারী ছিনতাইবাজদের তাণ্ডব। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ভারতীয় ছাত্র। জানা গিয়েছে ওই ছাত্রের নাম সৈয়দ মাজাহির আলি। অস্ত্রধারী ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হয়েছেন তিনি। শিকাগোতে ভারতীয় ছাত্রের ওপর হামলা চালানো এবং তাঁর কাছ থেকে ফোন ছিনতাই-এর ঘটনায় ওই ছাত্রের পরিবার ভারত সরকারের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। পাশাপাশি তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

Advertisment

আহত ছাত্র সৈয়দ মাজাহির আলি হায়দ্রাবাদের বাসিন্দা, তিনি শিকাগোর একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর নিয়ে পড়াশুনা করছেন । রিপোর্ট অনুসারে, ৪ ফেব্রুয়ারি, তার অ্যাপার্টমেন্টের কাছে সশস্ত্র ডাকাতদলের আক্রমণে গুরুতর আহত হন তিনি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে আলিকে বলতে শোনা যায় যে তিনি ফ্ল্যাটে ফেরার সময় চারজন তার ওপর হামলা চালায়। ভিডিওতে আলি বলেছেন, "আমি বাড়িতে খাবার নিয়ে যাচ্ছিলাম যখন চারজন আমাকে মারধর করে এবং একই সঙ্গে আমার ফোন ছিনতাই করে নিয়ে যায়'। হায়দরাবাদে আলির পরিবার, তার স্ত্রী এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।

আরও পড়ুন : < Amit Shah on Indo-Myanmar Border: অবৈধ অনুপ্রবেশ বন্ধে কড়া মোদী সরকার, বিরাট ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর >

মঙ্গলবার শিকাগোতে ভারতীয় কনস্যুলেট বলেছে ঘটনার পর আলি এবং তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের এই বিষয়ে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এক্স-এর একটি পোস্টে, শিকাগোতে ভারতীয় কনস্যুলেটের একটি বিবৃতিতে বলা হয়েছে, "কনস্যুলেট সৈয়দ মাজাহির আলি এবং তাঁর স্ত্রী সৈয়দা রুকিয়া ফাতিমা রাজভির সঙ্গে যোগাযোগ করছেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। কনস্যুলেট স্থানীয় পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে"।

USA Indian student
Advertisment