Advertisment

হায়দ্রাবাদের ভ্যাকসিন চুরির ঘটনায় গ্রেফতার ২

ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Vaccines can be tweaked to offer protection against new Covid variants, says Experts

হায়দ্রাবাদের ভ্যাকসিন চুরির ঘটনায় গ্রেফতার ২

হায়দ্রাবাদের একটি আরবান পাবলিক হেলথ সেন্টার (ইউপিএইচসি) থেকে কোভিড ভ্যাকসিন চুরি করার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জাভেদ খান এবং ঘৌসি পাশা। অভিযোগ, ৯ জানুয়ারি আরবান পাবলিক হেলথ সেন্টার থেকে কোভিশিল্ডের এবং কোভ্যাক্সিন মিলিয়ে বেশ কয়েকটি ভায়াল চুরি যায়। তদন্তে নামে মিরচক থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ভ্যাকসিন ও অন্যান্য চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।

Advertisment

পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনে জামবাগের একটি হেলথ সেন্টারে ঢুকে ৩৪০ ডোজ কোভিশিল্ড এবং ২৭০ ডোজ কোভ্যাক্সিনের ভায়াল লুট করে নিয়ে যায়। পালানোর সময় হেলথ সেন্টার লাগোয়া দাঁড়িয়ে থাকা অটোরিকশার চাকাও খুলে নেয় তারা। সেই অটো করেই নিকটবর্তী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল।

হাসপাতালের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে মিরচক থানার পুলিশ এবং ঘটনায় যুক্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত বাকীদেরও খোঁজ চালাচ্ছে মিরচক থানার পুলিশ।

Advertisment