Advertisment

বাটলা হাউস এনকাউন্টার: দোষী আরিজ খানকে ফাঁসির সাজা দিল আদালত

পুলিশ ইনস্পেক্টর মোহন চাঁদ শর্মাকে খুনের অভিযোগে ২০০৮ সালের বাটলা হাউস এনকাউন্টার কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয় আরিজ খানকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দোষী সাব্যস্ত আরিজ খান। ফাইল ছবি

বাটলা হাউস এনকাউন্টার মামলায় দোষী সাব্যস্ত আরিজ খানকে মৃত্যুদণ্ড দিল দিল্লির আদালত। পুলিশ ইনস্পেক্টর মোহন চাঁদ শর্মাকে খুনের অভিযোগে ২০০৮ সালের বাটলা হাউস এনকাউন্টার কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয় আরিজ খানকে।

Advertisment

জানা গিয়েছে, পুলিশের তরফেই ফাঁসির সাজার আবেদন করা হয়েছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আরিজের বিরুদ্ধে পুলিশের অভিযোগ ছিল, শুধু পুলিশকেই খুন নয়, বরং আইনের পথে চলা এক পুলিশ অফিসারকে হত্যা করে বিচার ব্যবস্থার প্রহসন করেছিল আরিজ।

আরিজ এই মামলায় দ্বিতীয় দোষী সাব্যস্ত। এর আগে এই মামলায় শেফজাদ নামে একজন দোষী সাব্যস্ত হয় ২০১৩ সালে। তাকে আজীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরিজের ফাঁসির সাজায় খুশির হাওয়া দিল্লি পুলিশের অন্দর মহলে। এতদিনে মোহন চাঁদ শর্মা বিচার পেল, বলছেন আধিকারিকরা।

বিস্তারিত আসছে...

death penalty Delhi Police
Advertisment