Independence Day guest list: জুন মাসে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর বারাণসীতে তার প্রথম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক, যুবক, মহিলা এবং দরিদ্রদের "উন্নত ভারতের চারটি স্তম্ভ" হিসাবে বর্ণনা করেছেন। তৃতীয় মেয়াদে মোদী সরকার আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছেন। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের তালিকায় স্থান পেয়েছেন ৪ হাজারের বেশি বিশেষ অতিথি। সেখানেও প্রাধান্য দেওয়া হয়েছে কৃষক, যুবক, মহিলা এবং দরিদ্রদের।
লাল কেল্লার অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সাথে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের ১১ টি শ্রেণিতে ভাগ করা হয়েছে, তাদের মধ্যে ১,১০০জন কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের। যুব কল্যান বিভাগ থেকে ৬০০ জন এবং মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ থেকে ৩০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও পঞ্চায়েত রাজ এবং গ্রাম উন্নয়ন, উপজাতি বিষয়ক দফতর, স্কুল শিক্ষা এবং সাক্ষরতা এবং সীমান্ত সড়ক, প্রতিরক্ষা, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ এবং খেলাধুলা ছাড়াও, নীতি আয়োগের ১২০০ জন বিশেষ অতিথি রয়েছেন তালিকায়।
আরও পড়ুন - < Hindenburg Report: SEBI প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, হিন্ডেনবার্গ রিপোর্ট ঘিরে চাঞ্চল্য, JPC-র দাবি রাহুলের >
এর পাশাপাশি একলব্য মডেল আবাসিক স্কুলের প্রায় ১৫০ জন ছাত্র, ১০০ জন আদিবাসী কারিগর,৫০ জন আদিবাসী উদ্যোক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারি একটি সূত্র জানিয়েছে, "বিশেষ অতিথিরা ১৪ আগস্ট দিল্লিতে আসবেন এবং তাদের মধ্যে কয়েকজনের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করার কথা রয়েছে। তারা দিল্লিতে থাকার সময় কয়েকজন সিনিয়র মন্ত্রীর সাথে দেখা করবেন"।