/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-21.jpg)
বিজেপির তোপে ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মদ কেলেঙ্কারি নিয়ে কেজরিওয়ালকে কটাক্ষ করলেন দিল্লি বিজেপির কার্যকরী সভাপতি বীরেন্দ্র সচদেবা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে তাঁর দায় এড়াতে পারেন না। দিল্লির জণগন মদ কেলেঙ্কারি সম্পর্কে জানতে চায়। আপ সরকারের দুই মন্ত্রী কারাগারে। তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে অরবিন্দ কেজরিওয়াল শিশুদের রাজনীতির হাতিয়ার বানাচ্ছেন। পাশাপাশি তিনি বলেন, এই কেলেঙ্কারির 'মাস্টারমাইন্ড' অরবিন্দ কেজরিওয়াল। তিনি দায় এড়াতে পারবেন না"।
রাজ্য বিজেপি দিল্লি সরকারের বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহার করছে আপ সরকার। বিজেপি মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর বলেছিলেন 'এটি দুঃখের বিষয় যে মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের পরেও সরকার 'শিক্ষা নিয়ে' রাজনীতি করছে। দিল্লি সরকার ৩ মার্চ সকালে সরকারি স্কুলে 'আই লাভ মণীশ সিসোদিয়া' প্রচার শুরু করেছে। আপ সরকার স্কুলের শিশুদের কাছ থেকে 'সিসোদিয়ার'প্রতি সমর্থন আদায়ের 'প্রস্তুতি'শুরু করেছে। তার জন্য স্কুলে স্কুলে 'আই লাভ মণীশ সিসোদিয়া' প্রচারাভিযান চালাচ্ছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে 'বিদ্যালয় প্রাঙ্গণে' এই ধরণের অভিযান নিন্দনীয়। বিলম্বে এই কর্মসূচী বাতিল করার দাবি জানানো হয়েছে বিজেপির তরফে।
Wow... Children of Delhi are showing an unprecedented outpouring of love for their favourite Education minister with messages of #ILoveManishSisodiahttps://t.co/R3BSyB4T4D
— Jasmine Shah (@Jasmine441) March 3, 2023
আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই ইতিমধ্যেই আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করে। বিজেপির অভিযোগ, আপের তরফে "জোরপূর্বক সমর্থন" আদায়ের জন্য সরকারি স্কুলগুলিতে 'আই লাভ মণীশ সিসোদিয়া' ডেস্ক স্থাপন করা হয়েছে। যদিও আপ সরকারের তরফে এই ধরনের প্রচার চালানোর কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বলেই জানা গিয়েছে। বিজেপি আপের এই কর্মসূচীকে "নোংরা রাজনীতির" অংশ হিসাবে উল্লেখ করেছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে, যাকে ঘিরে আসরে নেমেছে দিল্লি বিজেপি। 'সিসোদিয়ার সমর্থনে' বার্তার পাশাপাশি সিসোদিয়ার গ্রেফাতারি নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করা হয়। মঙ্গলবারই দিল্লি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সিসোদিয়া এবং বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন, তিনি। বিজেপির তরফে বলা হয়েছে "এটি দুঃখজনক যে মণীশ সিসোদিয়ার গ্রেফতারি ও তাঁর জামিনের আবেদন খারিজের পরও দিল্লি সরকার শিক্ষার নামে 'নোংরা রাজনীতি' বন্ধ করছে না এবং এখন এই নোংরা রাজনীতিতে 'নিরীহ স্কুলের বাচ্চাদের'ও সামিল করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us