যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশ। বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট, অলিম্পিক পদক বিজয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক সহ অনেক তারকা কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এবং যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন। কুস্তিগীরদের এই বিক্ষোভকে একাধিক রাজনৈতিক দল সমর্থন করেছে। কিন্তু ক্রিড়া জগতের কেউ'ই এই লড়াইয়ে পাশে এসে দাঁড়ান নি। কোন খেলোয়াড়ই তাদের সমর্থন জানাতে আসেননি। এ নিয়ে প্রশ্ন তুলে ভিনেশ ফোগাট তার ক্ষোভ উগরে দেন। এর মধ্যেই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং একটি আবেগপূর্ণ কবিতার মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ব্রিজ ভূষণকে এক ভিডিও বার্তায় আবেগপ্রবণ ভঙ্গিতে বলতে দেখা যায় যে, ‘যেদিন আমি জীবনের লাভ ক্ষতির হিসাব করতে নামব, যেদিন আমি আর সংগ্রাম করতে পারব না। যেদিন জীবনের অসহায়ত্ব আমার প্রতি করুণা দেখাবে, সেদিন জীবনের চেয়ে মৃত্যুকেই আগে বরণ করব।’ তিনি বলেন, ‘বন্ধুরা, যেদিন আমি আমার জীবনের মূল্যায়ন করব, কী হারিয়েছি আর কী পেয়েছি। যেদিন মনে হবে আমার লড়াই করার ক্ষমতা শেষ হয়ে আসছে। নিজেকে অসহায় বলে যেদিন আমার মনে হবে, মনে হবে আমি অপারক। আমি এমন জীবন যাপন করতে চাই না। আমি মৃত্যুকে বরণ করে নিতে চাই।
দিল্লি পুলিশ বুধবার সুপ্রিম কোর্টকে বলেছে যে WFI সভাপতি ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এফআইআর দায়ের করার আগে একটি প্রাথমিক তদন্তের প্রয়োজন রয়েছে । দিল্লি পুলিশ আদালতকে বলেছে যে তারা অনুভব করেছে যে কিছু বিষয় রয়েছে যা তদন্ত করা দরকার। প্রাথমিক তদন্ত প্রয়োজন। তবে, দিল্লি পুলিশ স্পষ্ট করেছে যে আদালত নির্দেশ দিলে অবিলম্বে একটি এফআইআর নথিভুক্ত করতে তার কোন দ্বিধা নেই।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ জানিয়েছে যে শুক্রবার বিষয়টির শুনানি হবে এবং বেঞ্চ পুরো বিষয়টি দেখবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট একটি জরুরী শুনানির জন্য ডব্লিউএফআই সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য একটি কুস্তিগীরের আবেদনে দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছে৷ আদালত বলেছে যে ভারতের প্রতিনিধিত্বকারী কুস্তিগীরদের পিটিশনে গুরুতর অভিযোগ রয়েছে৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি পিটি ঊষা বৃহস্পতিবার বলেছেন যে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) সভাপতির বিরুদ্ধে রাস্তায় না নেমে প্রথমে কুস্তিগীরদের ফেডারেশনের কাছে যাওয়া উচিত ছিল।
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক সোমবার ঘোষণা করেছে যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) তার গঠনের ৪৫ দিনের মধ্যে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করার জন্য একটি অ্যাড-হক কমিটি গঠন করবে। নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়া পর্যন্ত এই কমিটি অন্তর্বর্তী সময়ের জন্য কাজ করবে। ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীররা যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ তুলে যন্তর মন্তরে বিক্ষোভও দেখাচ্ছেন। কুস্তিগীরদের আবেদনের শুনানি করতে চলেছে সুপ্রিম কোর্টও।