সৌদি আরবের রাজধানী জেড্ডায় ভারত দুটি C-130J সামরিক পরিবহণ বিমানকে রেখে দিয়েছে। যাতে সুদান থেকে ভারতীয়দের সুযোগমতো সরিয়ে আনা যায়। এনিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে বিপদ বাড়াতে চায় না ভারত। গৃহযুদ্ধরত সুদানে প্রায় ৩,০০০ ভারতীয় আটকে আছেন। তাঁদেরই সৌদির বিমানে ফিরিয়ে আনবে বিমানগুলো। তবে, শুধু দুটি বিমান কয়েকবার যাতায়াত করলেও ৩,০০০ লোককে ফেরানো চাট্টিখানি কথা নয়। সেজন্য ভারতীয় নৌসেনার জাহাজকেও পাঠানো হয়েছে ওই অঞ্চলের এক বন্দরে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা করা হবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
সুদানে আটকে পড়া ভারতীয়দের আত্মীয়রা দেশে উদ্বেগে আছেন। পাশাপাশি, সুদানে আটক পড়া ভারতীয়রাও পরিস্থিতি দেখে অবিলম্বে দেশে ফিরতে চাইছেন। সুদানের ভারতীয় দূতাবাসের সঙ্গে তাঁরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছেন। ভারতীয় দূতাবাস থেকে আটকে পড়া ভারতীয়দের বলে দেওয়া হয়েছে, তাঁরা যেন বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের না-হন। সেই সতর্কবাণী ঠিকমতো না-মানায় ইতিমধ্যে এক ভারতীয় নিহত হয়েছেন। ৪৮ বছরের ওই ভারতীয় কেরলের বাসিন্দা। তিনি এক বেসরকারি সংস্থায় নিরাপত্তা বিভাগে ছিলেন। রাজধানী খার্তুমে এলোপাথাড়ি গুলি বিনিময়ের মধ্যে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
রাজধানী বলেই খার্তুমের দখল নিতে এখন বেশি আগ্রহী ক্ষমতাসীন সেনা ও বিবাদমান আধাসামরিক বাহিনী। পরিস্থিতি বিবেচনা করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'আমাদের প্রস্তুতির অংশ হিসাবে এবং দ্রুত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার একাধিক পথ নিয়েছে। ভারতীয় বিমান বাহিনীর দুটি C-130J বিমান বর্তমানে জেড্ডায় রয়েছে। আর, আইএনএস সুমেধা জাহাজ সুদান বন্দরে পৌঁছেছে। সরকার আটকে পড়া ভারতীয়দের নিরাপত্ত নিশ্চিত করতে সবরকম চেষ্টা চালাচ্ছে। আমরা সুদানের জটিল এবং ক্রমবর্ধমান নিরাপত্তাহীন পরিস্থিতির ওপর নজর রাখছি। আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বিভিন্ন সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছি।'
আরও পড়ুন- মোদীকে প্রাণনাশের হুমকি, কোচি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারতীয়দের ফেরাতে সুদান প্রশাসনের পাশাপাশি রাষ্ট্রসংঘ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, মিশর এবং আমেরিকা-সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে বিদেশ মন্ত্রক যোগাযোগ রাখছে।