ভারতীয় বায়ুসেনার তৎপরতায় আন্দামান দ্বীপপুঞ্জে আটকে পড়া কর্মীদের চিকিৎসার জন্য নিয়ে আসা হল কলকাতায়। গত শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) চারজন কর্মী কাজ করতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর জখম হন। তাঁদেরই উদ্ধার করে কলকাতা নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় হাসপাতালে আপতকালীন চিকিৎসার পর পুড়ে যাওয়া কর্মীদের কলকাতায় নিয়ে আসা দরকার ছিল। তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়ে ভারতীয় বায়ু সেনার C130J শাখা। মাত্র ৪৫ মিনিটের মধ্যে আন্দামান পৌঁছয় বায়ুসেনার একটি দল।
শনিবার জাতীয় সড়কের কাজ করার সময় পুড়ে গিয়ে গুরুতর জখম হন ৪ জন কর্মী।
আন্দামান নিকবোর দ্বীপপুঞ্জে আবহাওয়া অনুকূল না থাকা সত্ত্বেও কোনো বিরতি না নিয়েই রাজধানী পোর্ট ব্লেয়ার পৌঁছন বায়ুসেনা কর্মীরা। এবং রাতের অন্ধকারে অবতরণ করেন পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে, যা কোনও অসামরিক বিমানের পক্ষে সম্ভব হতো না।
সরকারি বিবৃতি মারফত জানানো হয়েছে, "চারজন জখম কর্মী-সহ সবাইকেই আকাশপথে উড়িয়ে কলকাতা আনা হয়েছে। সমগ্র অভিযানটি দ্রুতগতিতে শেষ হওয়ায় সময় লেগেছে মাত্র ৫ ঘণ্টা ৪৫ মিনিট, যে সময়ের মধ্যে তেল ভরা বা প্লেনের ইঞ্জিন বন্ধ করা হয় নি।"
Read the full story in English