New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/ie-IAF-helicopter.jpg)
IAF ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। (প্রতিনিধিত্বমূলক/ পিটিআই ছবি)
লাদাখে জরুরি অবতরণ করল ভারতীয় বায়ুসেনার একটি অ্যাপাচি হেলিকপ্টার। বুধবার এই ঘটনাটি ঘটেছে এবং বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে আছেন বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। গোটা ঘটনায় IAF ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
Advertisment
অপারেশনাল ট্রেনিংয়ের সময় বিমানে বিপত্তি। তড়িঘড়ি অবতরণ করে বায়ুসেনার অ্যাপাচি হেলিকপ্টার। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে অবতরণের সময় রুক্ষ ভূখণ্ড এবং উচ্চতার কারণে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানে থাকা ২ পাইলট নিরাপদে রয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই ঘটনার পর বিমানটিকে নিকটতম বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।