আবারও ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। বিকানেরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাইলট। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআইকে বিকানেরের পুলিশ সুপার প্রদীপ মোহন শর্মা জানিয়েছেন, ভেঙে পড়ার আগেই বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানে পাখির ধাক্কা লেগেই বিপত্তি ঘটে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, ভেঙে পড়ল এমআই-১৭ চপার, মৃত ৬ বায়ুসেনা আধিকারিক-সহ ৭
উল্লেখ্য, ক’দিন আগেই জম্মু-কাশ্মীরের বুদগামের গারেন্ড কালান এলাকায় ভেঙে পড়ে এমআই-১৭ চপার। চপার দুর্ঘটনায় ৬ বায়ুসেনা আধিকারিক ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। কী কারণে ভেঙে পড়ল চপার, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন, ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মিগ ২৭
এর আগেও রাজস্থানে ভেঙে পড়েছিল বায়ুসেনার বিমান। যোধপুরে মিগ ২৭ মডেলের বিমান ভেঙে পড়ে। সেসময়ও অল্পের জন্য রক্ষা পান পাইলট। বিমানটি ভেঙে পড়ার পরই আগুন লেগে গিয়েছিল। দুটি মিগ ২৭ স্কোয়াড্রন কিছুটা আপগ্রেড করার পর চালিয়ে দেখা হচ্ছিল, তখনই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছিল। হিমাচলপ্রদেশের কাংড়া জেলার পাত্তা জাইতান গ্রামেও ভেঙে পড়েছিল মিগ ২১ যুদ্ধবিমান। যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাইলটের।
Read the full story in English