সকাল থেকে রাত, অভিনন্দনের অপেক্ষায় শুক্রবার বার বার ঘড়ি দেখেছেন দেশবাসী। অভিনন্দনকে ফিরে পাওয়ার সেই অধীর আগ্রহে যবনিকা পতন ঘটেছে রাত ৯টা ২০ মিনিট নাগাদ। শুক্রবার ওই সময়েই ওয়াঘা সীমান্ত পেরিয়ে জিরো লাইন ধরে হেঁটে দেশের মাটিতে পা রাখেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। কিন্তু কেন এত দেরি? এ প্রশ্নেই তোলপাড় গোটা দেশ।
পাক সীমান্ত পেরোনোর আগে ক্যামেরার সামনে অভিনন্দনের বয়ান রেকর্ড করা হয়েছে। যার জেরেই তাঁর ভারতে প্রত্যাবর্তনের সময় সকাল গড়িয়ে রাত হয়েছে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। কিন্তু দেশে ফেরার আগে পাকিস্তানকে কী বয়ান দিলেন অভিনন্দন? তাঁর কি জোর করে বয়ান রেকর্ড করা হল? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন, প্রতীক্ষার অবসান, দেশে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন
দেশে ফেরার আগে অভিনন্দনের বয়ান টুইটারে প্রকাশ করে পাক সরকার। যদিও পরে তা ডিলিট করে দেওয়া হয়। বয়ান রেকর্ডের জন্য অভিনন্দনকে জোর করা হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। অভিনন্দনের ওই ভিডিওটিতে বেশ কয়েকটি জাম্প কাট রয়েছে। ভিডিওটি এডিট করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে এক সূত্র জানাচ্ছেন, ‘‘ওঁর ভিডিও মেসেজ রেকর্ডের জন্য হস্তান্তর প্রক্রিয়া এত দেরিতে হল।’’
অভিনন্দনের ভারতে পা রাখার ১ ঘণ্টা আগেই একটি ভিডিও মেসেজ প্রকাশ করা হয়। যেখানে অভিনন্দনকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনাদের বায়ু সেনা বাহিনী আমার বিমানকে গুলি করে নামায়। বিমানটি থেকে প্যারাশ্যুটের সাহায্যে নামি। হাতে শুধুমাত্র একটি পিস্তল ছিল।’’ অভিনন্দনকে আরও বলতে শোনা গিয়েছে, ‘‘যেখানে প্যারাশুটে নামলাম, সেখানে প্রচুর লোক ছিল। পালানোর চেষ্টা করছিলাম। পিস্তল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলাম। লোকেরা আমাকে ধাওয়া করেছিল। সে সময়ই পাক সেনা আধিকারিকরা এসে আমায় উদ্ধার করেন। ওঁরা আমার গায়ে কোনও আঁচড় লাগতে দেননি। ওঁরা আমায় ওঁদের অফিসে নিয়ে যান। সেখানে আমার প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে আমায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার শারীরিক পরীক্ষা করা হয়। পাক সেনা খুবই পেশাদারি। আমি অভিভূত।’’
আরও পড়ুন, এয়ার স্ট্রাইকে ধ্বংস জইশ মাদ্রাসার ৪ ভবন, র্যাডারে মিলল প্রমাণ
উল্লেখ্য, অভিনন্দনকে মুক্তির সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শান্তি রক্ষার্থে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ছাড়া হচ্ছে বলে জানান ইমরান। একইসঙ্গে সমস্যা মেটাতে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। বুধবার অভিনন্দন বর্তমানকে হেফাজতে নেয় পাক সেনা। ওইদিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার ২টি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে সে দেশে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এরপরই অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি। ‘‘কোনওরকম দর কষাকষি নয়, অবিলম্বে অক্ষত অবস্থায় অভিনন্দনকে ফেরানো হোক’’, এই দাবিই পাকিস্তানকে করে ভারত।
অন্যদিকে, অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অরুণ জেটলি-সহ আরও অনেকে।
Read the full story in English