Advertisment

ইউরোপে চলছে যুদ্ধ, ব্রিটেনের সঙ্গে সামরিক মহড়া থেকে সরল ভারতীয় সেনা

ভূরাজনীতিতে ভারতের ভারসাম্যের অবস্থান মাথায় রেখে দিল্লির এই মহড়া বাতিলের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
IAF pulls out of multilateral air exercise in UK

ব্রিটেনে যৌথ মহড়ায় 'না' দিল্লির।

জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। উদ্বিগ্ন গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে ব্রিটেনের সঙ্গে সামরিক মহড়া (কোবরা ২০২২) বাতিলের ঘোষণা করল নয়াদিল্লি। ভূরাজনীতিতে ভারতের ভারসাম্যের অবস্থান মাথায় রেখে দিল্লির এই মহড়া বাতিলের সিদ্ধান্ত নয়া বার্তা বলে মনে করা হচ্ছে।

Advertisment

টুইট করে ভারতীয় বায়ুসেনার তরফে জানা হয়েছে যে, 'বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ব্রিটেনে হতে চলা কোবরা ২০২২ মহড়ায় যুদ্ধবিমান পাঠানো হচ্ছে না।' উল্লেখ্য, আগামী ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ব্রিটেনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কোবরা সামরিক মহড়া।

ব্রিটিশ ব়্যয়াল বিমানঘাটিতে ভারতের পাঁচটি তেজস যুদ্ধবিমান পৌঁছনোর কথা ছিল। ব্রিটিশ বিমানবাহিনীর সঙ্গে কাল্পনিক যুদ্ধের মহড়ার কথা ছিল বিমানগুলির। দুটি দেশের সামঞ্জস্য ও কৌশলগত বোঝাপড়া আরও দৃঢ় করাও এই মহড়ার অন্যতম উদ্দেশ্য ছিল।

উল্লেখ্য ভারতীয় সেনার এই ঘোষণার কয়েক ঘন্টা আগেই রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে বিরত থাকে নয়াদিল্লি। ভারসাম্যের ভূরাজনৈতিক নীতি অবলম্বন করেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ভারত যেহেতু আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ও সমস্যার সমাধানের পক্ষপাতী তাই রাশিয়ার কাছে নেতিবাচক বার্তা এড়াতেই এই প্রয়াস বলে অনেকেই ধারণা করছেন। কারণ দিল্লি মনে করছে যে, লন্ডনের থেকে ভারতের প্রতিরক্ষা ও বিদেশনীতির জন্য যুদ্ধবিমান সুখোইয়ের জোগানদাতা রাশিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Read in English

indian air force Britain Tejas
Advertisment