নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জইশ-এ-মহম্মদের বড়সড় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথাই জানাল ভারতীয় বিদেশমন্ত্রক। এ প্রসঙ্গে ভারতীয় বিদেশ সচিব বিজয় গোখলে জানান, ‘‘বালাকোটে জইশের সবথেকে বড় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। জইশ-এ-মহম্মদের বহু জঙ্গি, সিনিয়র কমান্ডার, প্রশিক্ষকরা মারা গিয়েছে।’’
Vijay Gokhale: In an intelligence lead operation in the early hours today, India struck the biggest training camp of Jaish-e-Mohammed in Balakot. In this operation, a very large number of JeM terrorists, trainers, senior commander & Jihadis were eliminated pic.twitter.com/bdHGdZLhdU
— ANI (@ANI) February 26, 2019
আরও পড়ুন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারত
পুলওয়ামার পর ভারতে আরও হামলার ছক কষেছিল জইশ-এ-মহম্মদ, এমন চাঞ্চল্যকর দাবি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিজয় গোখলে বলেন, ‘‘দেশে আরও আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল জইশ। এজন্য প্রশিক্ষণ চালানো হচ্ছিল বলে খবর পেয়েছিলাম। সেকারণেই বালাকোটে এদিন জইশ ঘাঁটিতে হানা দেওয়া হল।’’ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বালাকোটের ওই প্রশিক্ষণ শিবিরের মাথায় ছিলেন মাসুদ আজহারের আত্মীয় মৌলনা ইউসুফ আজহার।
#WATCH Foreign Secy says,"This facility in Balakot was headed by Maulana Yusuf Azhar alias Ustad Ghauri, brother in law of JeM Chief Masood Azhar...The selection of the target was also conditioned by our desire to avoid civilian casualty. It's located in deep forest on a hilltop" pic.twitter.com/QENnnkU5Rh
— ANI (@ANI) February 26, 2019
আরও পড়ুন, কলকাতায় পাকিস্তানের পতাকা পোড়াল মুসলিম সংগঠন
পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘‘গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। এ হামলায় জড়িত জইশ-এ-মহম্মদ। পাকিস্তানের নজর এড়িয়ে সে দেশে জঙ্গি প্রশিক্ষণ শিবির সম্ভব নয়।’’ বিদেশ মন্ত্রকের তরফে এও বলা হয়েছে, ‘‘সন্ত্রাস দমনে পাকিস্তানকে পদক্ষেপ করতে বারবার অনুরোধ জানিয়েছে ভারত। কিন্তু এখনও কোনও উপযুক্ত পদক্ষেপ করেনি পাকিস্তান। দু’দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানে সক্রিয় জঙ্গি কার্যকলাপ।’’
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার ১২টি ‘মিরাজ ২০০০’ বিমান জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। ভারতীয় বায়ুসেনার সূত্র মারফৎ এএনআই জানিয়েছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এই অভিযান চালায়। হাজার কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানা গিয়েছে।