/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/ie-WhatsApp-Image-2023-12-04-at-11.35.09-AM.jpeg)
উড়োজাহাজটি সকালে দুন্ডিগাল এয়ার ফোর্স স্টেশন থেকে উড্ডয়ন করেছিল এবং তুপ্রানের কাছে রাভেলি এলাকায় সম্পূর্ণ পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। (এএনআই ছবি)
তেলেঙ্গানায় বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২। বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে,এদিন ভোরে তেলেঙ্গানার প্রত্যন্ত শহরের কাছে ভেঙে পড়ে বায়ুসেনার এই কপ্টারটি। সকাল ৮টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বিমান বাহিনী এই তথ্য জানিয়েছে।
তেলেঙ্গানায় প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে বায়ুসেনার একটি কপ্টার। দুর্ঘটনায় ২ পাইলট নিহত হয়েছে। সকাল ৮টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনার তথ্য দিয়েছে। বিমান বাহিনী জানিয়েছে যে একটি PC 7 Mk II বিমান আজ সকালে রুটিন প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে দুজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় দুজনেই খুব গুরুতর জখম হন। পরে তাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় কোনো সাধারণ মানুষের প্রাণহানি হয়নি। বিমানটি হায়দরাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। তারপরই এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, সকাল ৮.৫৫ মিনিটে এয়ার ফোর্স একাডেমিতে ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেদক জেলায়। বিমানটিতে ভারতীয় বায়ুসেনার দুই কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার সময় বিমানটি তুপ্রান এলাকায় ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।