/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/pak.jpg)
পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে ভারতকে কোনও তথ্য দিতেই রাজি হয়নি মার্কিন প্রশাসন। এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার।
"ভারতের তরফে যখনই আমাদের এফ-১৬ এর ব্যাপারে জানানো হয়েছিল, আমরা স্পষ্টই জানিয়ে দিয়েছিলাম, এটা পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি, এই নিয়ে একটি তথ্যও জানানো যাবে না ভারতকে", ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন এক মার্কিন আধিকারিক।
আধিকারিক আরও জানিয়েছেন, "আমাদের যুক্তি ছিল, আজ যদি ভারত কিমবা আমেরিকা ছাড়া তৃতীয় কোনও দেশ সি ১৩০ অথবা সি ১৭ সম্পর্কে তথ্য চায়, আমরা একই কথা বলব, এটা ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপার"।
মার্কিন ওই আধিকারিকের মতে, "ভারত যখন পাক সেনাবাহিনীর এফ-১৬ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলচনা করেছিল, তখন ২৭ ফেব্রুয়ারির এয়ারস্ট্রাইকের কিছু উল্লেখ করা হয়নি। একমাত্র ভারতীয় গণমাধ্যমেই প্রমাণ দেওয়া হয়েছে"।
আরও পড়ুন, বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অবসাদগ্রস্ত জেট কর্মীর
ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে শুধুমাত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারবে, এই শর্তে পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া হয়েছিল। কিন্তু পাক সেনাবাহিনী তা ব্যবহার করে ভারতকে আক্রমণ করে।