‘‘দেশে ফিরে ভাল লাগছে’’, সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে পা রেখেই শুক্রবার রাতে একথা বলেছেন পাক সেনার হাতে আটক ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর জন্য গত দু'দিন অপেক্ষায় প্রহর গুনেছে অসংখ্য দেশবাসী। অবশেষে রাত সাড়ে ন'টা নাগাদ ওয়াঘা সীমান্ত পেরিয়ে জিরো লাইন ধরে দেশে ফিরেছেন অভিনন্দন। প্রধানমন্ত্রী থেকে আম আদমি, সকলেই অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন। বায়ুসেনার সেই উইং কমান্ডারকে একবার চোখের দেখা দেখতে শুক্রবার সকাল থেকেই ওয়াঘায় ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। বহু প্রতীক্ষিত সেই দেশে ফেরার পরের দিনটা কীভাবে কাটাচ্ছেন অভিনন্দন?
শনিবার দিল্লি এসেছেন অভিনন্দন বর্তমান। পালাম বিমানবন্দরে পা রাখতেই জয়ধ্বনি কানে আসে তাঁর। উইং কমান্ডারকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমান সাধারণ মানুষ। এরপর শারীরিক পরীক্ষার জন্য পালাম বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় অভিনন্দনকে সেনা হাসপাতালে। এদিন অভিনন্দনের মানসিক স্বাস্থ্যের পরীক্ষাও হওয়ার কথা। পাক হেফাজত থেকে যেভাবে এ দেশে ফিরেছেন, তাতে তিনি এখনও ‘ট্রমা’য় থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। সেনা ও গোয়েন্দা আধিকারিকদের সামনেই তাঁর শারীরিক ও মানিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, দেশে ফিরতে কেন দেরি হল অভিনন্দনের?
পাশাপাশি, পাকিস্তানে থাকাকালীন তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে এবং কী কী কথা হয়েছে, সে বিষয়েও বিশদে জানা হবে অভিনন্দনের থেকে? প্রসঙ্গত, পাক হেফাজতে থাকাকালীন অভিনন্দনের বেশ কয়েকটি ভিডিও সে দেশের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কোনও ভিডিওতে দেখা গিয়েছে, একদল জনতা অভিনন্দনকে হেনস্থা করছে। আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে অভিনন্দনকে জিজ্ঞাসাবাদ করছেন পাক আধিকারিকরা। এ ব্যাপারেও তাঁর থেকে সঠিক তথ্য জানার চেষ্টা করতে পারেন ভারতীয় আধিকারিকরা, এমনটাই মনে করা হচ্ছে।
এদিকে, শুক্রবার দেশে ফেরার আগে পাকিস্তানের কাছে অভিনন্দন বয়ান দিয়েছেন বলে খবর। সীমান্ত পেরোনোর আগে ‘জোর করে’ তাঁর বয়ান রেকর্ড করেছে পাকিস্তান, যে কারণের তাঁর দেশে ফিরতে দেরি হয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এ খবর জানা গিয়েছে। তাঁর কী বয়ান রেকর্ড করা হয়েছে, বয়ানে কী বলেছেন অভিনন্দন, এ ব্যাপারেও জানতে চাওয়া হতে পারে বলে খবর। সব মিলিয়ে দেশে ফেরার পরের দিনটি রীতিমতো চিকিৎসক ও বিভাগীয় কর্তাদের সান্নিধ্যেই কাটাবেন বায়ুসেনার এই পাইলট, এমনটাই মনে করা হচ্ছে।