/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/Vijayalakshmi-759.jpg)
বিজয়লক্ষ্মী রামানন
ভারতীয় বায়ুসেনায় প্রথম মহিলা কমিশনড অফিসারের জীবনাবসান। প্রয়াত হলেন প্রাক্তন উইং কমান্ডার ডা. বিজয়লক্ষ্মী রামানন। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬। বার্ধক্য়জনিত কারণে তাঁর প্রয়াণ হয়েছে বলে পরিবার সূত্রে খবর। গত রবিবার মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি। মৃত্য়ুর খবর জানিয়েছেন তাঁর জামাই এস এল ভি নারায়ণ।
বিশিষ্ট সেবা মেডেল (ভিএসএম) পেয়েছিলেন বিজয়লক্ষ্মী রামানন। ১৯২৪ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন তিনি। এমবিবিএস পাশ করেছিলেন তিনি। ১৯৫৫ সালের ২২ অগাস্ট আর্মি মেডিক্য়াল কর্পসে নিযুক্ত করা হয় তাঁকে।
আরও পড়ুন: এ দেশে ঢুকে পড়া চিনা কর্পোরালকে ফিরিয়ে দিল ভারতীয় সেনা
স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে ভারতীয় বায়ুসেনার একাধিক হাসপাতালে কাজ করেছেন বিজয়লক্ষ্মী দেবী। যুদ্ধের সময় সেনা বাহিনীতে জখমদেরও দেখভালও করেছিলেন তিনি। প্রশাসনিক কাজও সামলেছেন।
১৯৭২ সালে উইং কমান্ডার পদে রামাননের পদোন্নতি হয়। এর ৫ বছর পর তাঁকে বিশিষ্ট সেবা মেডেল সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি অবসর গ্রহণ করেন। তাঁর স্বামী কে ভি রামাননও ভারতীয় বায়ুসেনার অফিসার ছিলেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন