আবারও দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বাসুসেনার বিমান। এবার উত্তরপ্রদেশের বাগপতে মাঝআকাশে বিপত্তি বাধল ভারতীয় বায়ুসেনার বিমানের। শুক্রবার উত্তরপ্রদেশের বাগপতে রুটিন মিশন চলাকালীন মাঝআকাশে বিপত্তি হয় ভারতীয় বায়ুসেনার মাইক্রোলাইট বিমান। যান্ত্রিক গোলযোগের জেরেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। তবে দুই পাইলট সঠিক সময়ে প্যারাশুটে সাহায্যে নীচে নেমে আসেন। যার জেরেই প্রাণে বেঁচে গিয়েছেন ওই দুই পাইলট। ইতিমধ্যেই এ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
তবে এই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় বায়ুসেনার বিমান। গতমাসেই ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এক বিমান। রাজস্থানের যোধপুরে মিড ২৭ মডেলের বিমান ভেঙে পড়ে। এ দুর্ঘটনাতেও প্রাণে বেঁচে যান পাইলট। বিমানটি ভেঙে পড়াল পর আগুন লেগে গিয়েছিল। সম্প্রতি ভারতে মিগ ২৭এমএল স্কোয়াড্রন আর চালানো হয় না। কিন্তু যোধপুরে দুটি মিগ ২৭ স্কোয়াড্রন কিছুটা আপগ্রেড করার পর চালিয়ে দেখা হচ্ছিল। তাতেই ঘটে যায় দুর্ঘটনা।
আরও পড়ুন, ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মিগ ২৭
অন্যদিকে, চলতি বছরের জুলাই মাসে হিমাচল প্রদেশের কাংরা জেলার পাত্তা জাইতান গ্রামে ভেঙে পড়ে মিগ ২১ যুদ্ধ বিমান। দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয় বলে জানা যায়। বিমানটি ভেঙে পড়ার পরই আগুন লেগে যায়, পরে তা নেভানো হয়।