/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-75.jpg)
দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বের হয়ে এলেও নিহত হয়েছেন ২ গ্রামবাসী। আহত হয়েছেন বেশ কয়েকজন
সাত সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার ফাইটার জেট মিগ ২১। নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে একটি বাড়ির ওপর ভেঙে পড়ল বায়ুসেনার মিগ ২১ যুদ্ধবিমান। বায়ুসেনা সূত্রে খবর, নিয়মিত মহড়া চলাকালীন ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বের হয়ে এলেও নিহত হয়েছেন ৩ গ্রামবাসী। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কবলে MIG 21 যুদ্ধ বিমান। আজ সকালে রাজস্থানের হনুমানগড়ে বিমান বাহিনীর (IAF) একটি যুদ্ধবিমান (MIG 21) দুর্ঘটনার কবলে পড়ে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় পর বিমানে থাকা দুই পাইলটকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তবে এই দুর্ঘটনায় ৩ গ্রামবাসীর মৃত্যু হয়েছে।
#UPDATE | Rajasthan: Two civilian women died and a man was injured after the plane crashed on their house in Bahlolnagar in Hanumangarh district. Rescue operation underway: Police
— ANI (@ANI) May 8, 2023
পুলিশ সুপার সুধীর চৌধুরী জানিয়েছেন, মিগ ২১ যুদ্ধবিমানটি হঠাৎ করেই একটি বাড়ির ওপর ভেঙে পড়ে। ফাইটার জেট দুর্ঘটনায় ৩ গ্রামবাসী নিহত হয়েছেন এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান। চলছে উদ্ধারের কাজ। সাধারণ মানুষ উদ্ধার কাজে সহযোগিতা করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা।
#WATCH | Indian Air Force MiG-21 fighter aircraft crashed near Hanumangarh in Rajasthan. The aircraft had taken off from Suratgarh. The pilot is safe. More details awaited: IAF Sources pic.twitter.com/0WOwoU5ASi
— ANI (@ANI) May 8, 2023
ঠিক কী কারণে ভেঙে পড়ল সেনাবাহিনীর মিগ ২১ যুদ্ধবিমানটি, তার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে তদন্তকারী দল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে রয়েছেন। বায়ুসেনা জানিয়েছে মিগ ২১ যুদ্ধবিমানটি সুরতগড় থেকে ওড়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।