আন্তর্জাতিক আদালতে বিশাল জয় পেল ভারত। কুলভূষণকে দূতাবাস সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়ে পাকিস্তানকে বলা হয়েছে তাঁর মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রাখতে। একই সঙ্গে পাকিস্তানকে যাদবের শাস্তির সিদ্ধান্ত পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের পক্ষে ছিলেন ১৫ জন। রায়ের বিরুদ্ধতা করেন একমাত্র পাকিস্তানের বিচারপতি।
I wholeheartedly welcome the verdict of International Court of Justice in the case of Kulbhushan Jadhav. It is a great victory for India. /1
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 17, 2019
৪৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর অফিসার কুলভূষণ যাদবকে ২০১৬ সালের ৩ মার্চ গ্রেফতার করা হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগ এনে ২০১৭ সালে পাকিস্তানের মিলিটারি আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয়।

ভারতের অভিযোগ, ব্যবসাসূত্রে ইরানে বসবাসকারী কুলভূষণকে অপহরণ করে নিয়ে গিয়ে তাঁকে বালোচিস্তান থেকে গ্রেফতার করা হয়েছে বলে দেখানো হয়।

আইসিজে-র রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে নির্দেশ দিয়েছে কুলভূষণ যাদবকে দূতাবাস সুরক্ষা দিতে। এ ঘটনা নিঃসন্দেহে ভারতের পক্ষে বিশাল জয়।”
এই রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেসও।
We welcome the ruling by the International Court of Justice in the #KulbhushanJhadhav case. This is a big win for India & we will continue to pray for his early return.
— Congress (@INCIndia) July 17, 2019
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম আইসিজে-র রায়ের প্রশংসা করে বলেছেন, এর ফলে মানবাধিকার ও ন্যায় ধারণা সুপ্রতিষ্ঠিত হল।
ICJ delivers ‘justice’ in the true sense of that word, upholding human rights, due procedure and the rule of law
— P. Chidambaram (@PChidambaram_IN) July 17, 2019
তবে আন্তর্জাতিক ন্যায় আদালত কুলভূষণের মুক্তি ও তাঁকে নিরাপদে দেশে ফেরানোর ব্যাপারে ভারতের আবেদন খারিজ করে দিয়েছে। পাকিস্তানের মিলিটারি কোর্ট কূলভূষণকে অপরাধী সাব্যস্ত করে যে রায় দিয়েছিল, তা খারিজ করার যে দাবি ভারত তুলেছিল- তাও নাকচ করে দিয়েছে আদালত।
আরও পড়ুন, কুলভূষণ যাদব নিয়ে আন্তর্জাতিক আদালত, সময়রেখা