Advertisment

করোনা পরীক্ষায় গতি আনতে ড্রাগ প্রতিরোধী যক্ষারোগ নির্ণয়কারী যন্ত্র ব্যবহারে অনুমোদন আইসিএমআর-এর

করোনা পরীক্ষা দ্রুত করার লক্ষ্য়ে শুক্রবার ''ট্রুন্য়াট বেটা কভ' পদ্ধতি প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিএমআর।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus china who

প্রতীকী ছবি

করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে দেশ। ভাইরাস মোকাবিলায় আক্রান্তদের দ্রুত নমুনা পরীক্ষার জন্য় নয়া উদ্য়োগ নিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্য়াল রিসার্চ(আইসিএমআর)। করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা দ্রুত করার জন্য় এবার ট্রু ন্য়াট প্রযুক্তিতে অনুমোদন দিল আইসিএমআর। অর্থাৎ যক্ষ্মা রোগের টেস্টের মেশিনকে কাজে লাগানো হবে।

Advertisment

আরও পড়ুন: ‘লকডাউনকে সঠিকভাবে ব্যবহারের’ বার্তা পেয়ে ১৯টি ক্ষেত্রে হস্তক্ষেপ করল রেল

করোনা পরীক্ষা দ্রুত করার লক্ষ্য়ে শুক্রবার ''ট্রুন্য়াট বেটা কভ' পদ্ধতি প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিএমআর। উল্লেখ্য়, এদিন স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, ভারতে গত ২৪ ঘণ্টায় ১৬,০০২ পরীক্ষা করা হয়েছে। রাজ্য়গুলিতে প্রায় ৯ লক্ষ এন-৯৫ মাস্ক রয়েছে বলে জানানো হয়েছে।

অন্য়দিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্য়ু হয়েছে ৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ৬৭৮। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ৬৪১২। এদিকে, করোনা মোকাবিলায় দেশে হাইড্রক্সিক্লোরোকুইনের পরিমাণ তিনগুণ রয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Advertisment